পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

House wife Murder at Dhantala : স্ত্রীর মৃতদেহ চাপা দিয়ে বাথরুম বানিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা স্বামীর

স্ত্রীর মৃতদেহ মাটির নীচে চাপা দিয়ে তার উপরে পাকা বাথরুম বানিয়ে ফেলল অভিযুক্ত স্বামী (Husband tried to destroy evidences after Murder of his wife)। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়া জেলার ধানতলা থানার শংকরপুরে।

House wife Murder at Dhantala
মাটি খুঁড়ে স্ত্রীর মৃতদেহ চাপা দিয়ে বাথরুম বানিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা স্বামীর

By

Published : Mar 4, 2022, 1:37 PM IST

রাণাঘাট, 4 মার্চ : স্ত্রীকে হত্যার পর প্রমাণ লোপাটের চেষ্টা ৷ মৃতদেহ মাটির নীচে পুঁতে তার উপরে পাকা বাথরুম বানিয়ে ফেলল অভিযুক্ত স্বামী (Husband tried to destroy evidences after Murder of his wife)। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়া জেলার ধানতলা থানার শংকরপুরে। স্থানীয় সূত্রে খবর, দিন পনেরো আগে পারিবারিক অশান্তির জেরে তৃতীয় পক্ষের স্ত্রী মাম্পি রায়কে খুন করে মাটি খুঁড়ে পুঁতে দেন রবীন্দ্রনাথ রায় নামে এক ব্যক্তি ৷

এখানেই শেষ নয়, প্রমাণ লোপাট করতে এরপর মৃতদেহের উপর কংক্রিটের ঢালাই দিয়ে বাথরুম বানিয়ে দেয় ঘাতক স্বামী। বেশ কিছুদিন বিষয়টি জানাজানি না-হলেও মদের আসরে একদিন মুখ ফসকে বন্ধুদের বিষয়টি বলে ফেলে রবীন্দ্রনাথ ৷ ধানতলা থানায় খবর পৌঁছতে বিশেষ সময় লাগেনি। পুলিশ অভিযুক্তের বাড়িতে এসে মাটি খুঁড়ে উদ্ধার করে দেহটি। স্থানীয় হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পর মৃত্যুর কারণ জানতে পুলিশ রানাঘাট পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠায়।

আরও পড়ুন : Ex husband murders wife : প্রথম পক্ষের স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ প্রাক্তন স্বামী ধৃত

প্রতিবেশীদের অভিযোগ, জুয়া এবং মদের নেশায় আসক্ত রবীন্দ্রনাথ প্রথম ও দ্বিতীয় পক্ষের স্ত্রীকেও মারধর করে বাড়ি থেকে তাড়িয়েছিল ৷ তৃতীয় পক্ষের স্ত্রীর উপরেও চলত পাশবিক অত্যাচার ৷ আনুমানিক দিন পনেরো আগে স্ত্রীর সঙ্গে তুমল গন্ডগোলের পর রাগের মাথায় তাঁকে খুন করে বসে রবীন্দ্রনাথ ৷ ঘটনা জানাজানি হতেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় সে। নক্কারজনক ঘটনায় দোষীর শাস্তি দাবি করে তদন্ত চেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details