রাণাঘাট, 4 মার্চ : স্ত্রীকে হত্যার পর প্রমাণ লোপাটের চেষ্টা ৷ মৃতদেহ মাটির নীচে পুঁতে তার উপরে পাকা বাথরুম বানিয়ে ফেলল অভিযুক্ত স্বামী (Husband tried to destroy evidences after Murder of his wife)। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়া জেলার ধানতলা থানার শংকরপুরে। স্থানীয় সূত্রে খবর, দিন পনেরো আগে পারিবারিক অশান্তির জেরে তৃতীয় পক্ষের স্ত্রী মাম্পি রায়কে খুন করে মাটি খুঁড়ে পুঁতে দেন রবীন্দ্রনাথ রায় নামে এক ব্যক্তি ৷
এখানেই শেষ নয়, প্রমাণ লোপাট করতে এরপর মৃতদেহের উপর কংক্রিটের ঢালাই দিয়ে বাথরুম বানিয়ে দেয় ঘাতক স্বামী। বেশ কিছুদিন বিষয়টি জানাজানি না-হলেও মদের আসরে একদিন মুখ ফসকে বন্ধুদের বিষয়টি বলে ফেলে রবীন্দ্রনাথ ৷ ধানতলা থানায় খবর পৌঁছতে বিশেষ সময় লাগেনি। পুলিশ অভিযুক্তের বাড়িতে এসে মাটি খুঁড়ে উদ্ধার করে দেহটি। স্থানীয় হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পর মৃত্যুর কারণ জানতে পুলিশ রানাঘাট পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠায়।