নদিয়া, 25 মার্চ: হাঁসুয়া দিয়ে স্ত্রী'কে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী। সাত সকালে জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার কুটিরপাড়া এলাকার। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ (Husband Suicide After Killed His Wife)। জানা যায়, কুঠিরপাড়া এলাকার বাসিন্দা, জয়ন্ত সর্দার। বারো বছর আগে ওই এলাকারই যুবতী দিপালী সর্দারের সঙ্গে বিয়ে হয়। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বর্তমানে তাঁদের দুই সন্তান রয়েছে।
বিয়ের পর থেকেই মাঝে-মধ্যেই অশান্তি লেগে থাকত দু'জনের মধ্যে। কয়েক বছর আগে অশান্তি আদালতে পর্যন্ত পৌঁছয়। সেই কারণে দীর্ঘদিন ধরেই আদালতে মামলা চলছিল ৷ অশান্তির কারণে এবং আদালতে মামলা চলার কারণে দিপালী সর্দার তাঁর বাবার বাড়িতেই থাকতেন। তবে তাঁদের মধ্যে অশান্তি এবং মামলা হওয়া সত্ত্বেও মাঝে-মধ্যেই দেখা করতেন দিপালী ও জয়ন্ত।
অভিযোগ, গতকাল রাতে দিপালীকে ডেকে পাঠান স্বামী জয়ন্ত সর্দার। জয়ন্ত ডেকেছে শুনে দিপালী বাড়ি ছেড়ে তার কাছে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সকালে স্থানীয় বাসিন্দারা এলাকার এক জমিতে দেখেন হাত বাঁধা অবস্থায় দিপালী সর্দারের গলা কাটা রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। তাঁর কিছুটা দূরে রেললাইনে মাথা ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে জয়ন্ত সর্দারের মৃতদেহ। এরপরে এলাকাবাসীরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থলে ভিড় জমান অন্যান্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিপালীর বাবার বাড়ি এবং জয়ন্তর পরিবারের লোকজন। ঘটনাস্থলে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশও।