কৃষ্ণগঞ্জ, 24 সেপ্টেম্বর: কৃষ্ণগঞ্জে স্ত্রীকে গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হল অভিযুক্ত ব্যক্তিকে । কৃষ্ণগঞ্জে সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ পালানোর সময় পুলিশ গ্রেপ্তার করে তাকে । অভিযুক্ত জয়দেব বিশ্বাসকে আদালতে তোলা হয়েছে।
17 সেপ্টেম্বর রাতে বাড়িতেই মহিলাকে গুলি করে খুন করে স্বামী জয়দেব বিশ্বাস । গুলির আওয়াজে স্থানীয়রা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় স্ত্রী স্বপ্না বিশ্বাস মাটিতে পড়ে রয়েছেন । সকলকে দেখে ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায় জয়দেব । আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা প্রথমে স্বপ্নাকে কৃষ্ণগঞ্জ হাসপাতাল ভরতি করে । পরে অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা । চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয় ।