পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

11 মাস পরেও আসেনি নিয়োগপত্র, নদিয়ায় আমরণ অনশনে 132 চাকরিপ্রার্থী - krishnanagar

নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত চলবে আমরণ অনশন ৷ নদিয়া জেলার পঞ্চায়েতের গ্রুপ D-র 132 জন চাকরিপ্রার্থী আজ অনশনে বসে একথা জানালেন ৷

নদিয়ায় আমরণ অনশনে 132 চাকরিপ্রার্থী

By

Published : Jul 29, 2019, 5:00 PM IST

Updated : Jul 29, 2019, 6:12 PM IST

কৃষ্ণনগর, 29 জুলাই : কলকাতায় প্রাথমিক শিক্ষকদের দেখানো পথেই এবার আমরণ অনশনের সিদ্ধান্ত নিলেন 132 জন চাকরিপ্রার্থী ৷ নদিয়া জেলা পঞ্চায়েতের গ্রুপ D-র চাকরিপ্রার্থীদের দাবি, অবিলম্বে নিয়োগপত্র হাতে দিতে হবে ৷ নিয়োগপত্র হাতে না পেলে আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য ৷

আরও পড়ুন : এবার অনশনে বসছেন নদিয়া জেলার পঞ্চায়েতের চাকরিপ্রার্থীরা

চাকরিপ্রার্থীরা জানান, 2018 সালের প্রথম দিকে নদিয়া জেলা প্রশাসনের তরফে পঞ্চায়েতে গ্রুপ-D পদে নিয়েগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল । ওই বছরই 3 মার্চ হয়েছিল লিখিত পরীক্ষা । মৌখিক হয়েছিল জুন মাসে । অগাস্টে প্রকাশিত হয় চূড়ান্ত মেধা তালিকা । তারপর কেটে গেছে 11 মাস । আগামী মাসে একবছর হবে । কিন্তু, এখনও নিয়োগপত্র হাতে পাননি চাকরিপ্রার্থীরা ।

ভিডিয়োয় দেখুন...

চলতি মাসের 23 তারিখ কৃষ্ণনগরে নদিয়া জেলা পরিষদ দপ্তরের সামনে নিয়োগপত্রের দাবিতে ধরনায় বসেন 132 জন চাকরিপ্রার্থী । কিন্তু তাতেও সাড়া না মেলায় অবশেষে অনশনের সিদ্ধান্ত নেন তাঁরা । চাকরিপ্রার্থীদের দাবি, নিয়োগপত্র তুলে না দেওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন ।

রাখি গোস্বামী নামে এক চাকরিপ্রার্থী বলেন, "প্রশাসনের তরফে বলেছে ধরনা তুলে নিতে ৷ দেখব বলেছে ৷ কিন্তু আমরা এতে সন্তুষ্ট নই ৷ নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত চলবে আন্দোলন ৷"

যদিও প্রশাসনের তরফে এ বিষয়ে কেউ মুখ খুলতে চাননি ।

Last Updated : Jul 29, 2019, 6:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details