শান্তিপুর, 30 জুন: 30 জুন আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস । সকাল থেকেই আদিবাসী নৃত্যের সঙ্গে এই দিনটি উদযাপন করল নদিয়ার শান্তিপুরের রামনগর চর ঝুমুরিয়া গ্রামের বাসিন্দারা । উল্লেখ্য, 1855 সালের 30 জুন, আদিবাসী সম্প্রদায়ের সিধু-কানহু, চাঁদ-ভৈরবের নেতৃত্বে সমগ্র আদিবাসী খেটে-খাওয়া সাধারণ মানুষ আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয়েছিল তাঁদের । এরপর 1857 সালে যখন ব্রিটিশ সরকারের অধীনস্থ সিপাহীদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পরে । সেই সময় আদিবাসী সমাজের বিভিন্ন সম্প্রদায় যেমন কোল, সাঁওতাল, ভীম, মুণ্ডা, মাহাতোরাও এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন ।
তাদের লক্ষ্য ছিল দেশে স্বাধীনতা, সেই থেকেই এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়ে থাকে । এরপর থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা 30 জুন দিনটিকে হুল দিবস হিসেবে পালন করে থাকে । ঠিক তেমনি আজ থেকে 15 বছর আগে শান্তিপুর রামনগর চর ঝুমুরিয়া গ্রামের 100টি আদিবাসী পরিবার উদযাপন করে হুল দিবস । বিশেষত এই দিনটিকে 'প্রতিবাদ দিবস' হিসেবে পালন করা হয় বলে জানায়, আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ।