পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gold Seized: বনগাঁ সীমান্ত থেকে 21 কোটির সোনা উদ্ধার বিএসএফ-এর - বনগাঁ থানার ঘোনার মাঠ সীমান্ত থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেন বিএসএফ এর 158 ব্যাটেলিয়নের জওয়ানরা

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পাচারের সময় বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল বিএসএফ (Huge Amount of Gold Recover at Bangaon Border)। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার পরিমাণ 41.49 কেজি। যার বাজার মূল্য আনুমানিক 21 কোটি 22 লক্ষ টাকা।

Bangaon gold recover
21 কোটি টাকার সোনা উদ্ধার বিএসএফ-এর

By

Published : Jul 22, 2022, 6:24 PM IST

Updated : Jul 22, 2022, 7:16 PM IST

বনগাঁ, 22 জুলাই: বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ থানার ঘোনার মাঠ সীমান্ত থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেন বিএসএফ এর 158 ব্যাটেলিয়নের জওয়ানরা (Huge Amount Gold Recover at Bangaon Border)। ওই সোনা ইছামতী নদী দিয়ে পাচারের চেষ্টা করছিল পাচার কারীরা। বনগাঁ সীমান্ত থেকে সাম্প্রতিক কালের সোনা উদ্ধারে সব থেকে বড় সাফল্য বিএসএফ এর। উদ্ধার হওয়া সোনার পরিমাণ 41.49 কেজি। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য আনুমানিক 21 কোটি 22 লক্ষ টাকা।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গতকাল খবর পেয়ে ঘোনার মাঠ সীমান্তে একটি বিশেষ তল্লাশি অভিযান চালায় বিএফএফ ৷ সন্ধ্যা নাগাদ কর্তব্যরত জওয়ানরা লক্ষ্য করেন বাংলাদেশ থেকে ইছামতী নদী দিয়ে নৌকায় করে ভারতে প্রবেশ করার চেষ্টা করছে ছয়-সাত জনের একটি দল।

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পাচারের সময় বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল বিএসএফ

বিএসএফ তাদের দিকে যেতেই তারা নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে বাংলাদেশের দিকে চলে যায় পাচার কারীরা। বিএসএফ জানিয়েছে, নৌকাটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়। যার মধ্যে থেকে 321টি সোনার বিস্কুট, 4টি সোনার বার, একটি সোনার কয়েন এবং 4টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বিএসএফ সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনা 24 ক্যারেটের ওজন 41.49 কিলো। যার বাজার মূল্য আনুমানিক 21 কোটি 22 লক্ষ টাকা। পাচারকারীদের খোঁজ তল্লাশি শুরু করেছে বিএসএফ।

আরও পড়ুন :কাঠ পাচারের ছক বানচাল, উদ্ধার 20 লক্ষ টাকার কাঠ

প্রসঙ্গত, সম্প্রতি বনগাঁ সীমান্ত দিয়ে সোনা পাচারের ঘটনা বহুবার সামনে এসেছে। কিছুদিন আগে সোনা পাচারের ঘটনায় বনগাঁর চামড়া পটাই গলির এক লরি চালককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করার অভিযোগও উঠেছিল।

Last Updated : Jul 22, 2022, 7:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details