ধানতলা, 4 মে : অভিযোগ ৷ স্বভাব-চরিত্র ভালো ছিল না দেওরের ৷ আগেও বহুবার বউদিকে কুপ্রস্তাব দিয়েছে অভিযুক্ত যুবক ৷ অভিযোগ, দাদা বাড়িতে না থাকার সুযোগে গতকাল রাতে আবারও কুপ্রস্তাব দেয় বউদিকে ৷ প্রস্তাবে রাজি না হলে বউদির ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে ওই অভিযুক্ত ৷ এরপর বাড়ির পাশেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অভিযুক্ত দেওর অর্ণব সরকার । নদিয়ার ধানতলা থানার ডৌলার ঘটনা ৷
সূত্রের খবর, ধানতলা ডৌলার বাসিন্দা কাজলি সরকারের সঙ্গে বিয়ে হয় লিটন সরকারের । অভিযোগ, বিয়ের পর থেকেই ওই যুবতির ওপর অত্যাচার চালাত তাঁর শ্বশুরবাড়ির লোকজন । পাশাপাশি তাঁর দেওর নানা সময় তাঁকে কুপ্রস্তাবও দিত ।