নদিয়া, 5 জানুয়ারি: প্রেমের পরিণামে ভাঙচুর হল বাড়ি । অভিযোগের তির মেয়ের পরিবারের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বুইচাপাড়ায় (House of an youth vandalized due to love affair)। ছেলের পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, ছেলে পেশায় সোনার কারিগর ৷ কাজ করে কলকাতায় । মেয়ের বাড়ি ফুলিয়ার গৌরাঙ্গ পল্লিতে । বুধবার রাতে মেয়েটি ফোন করে ছেলেটিকে বাড়ি থেকে নিয়ে যায় ৷ এরপরই মেয়ের পরিবারের তরফ থেকে ছেলের বাড়ি এসে তাদের মেয়েকে ফিরিয়ে দেওয়ার কথা । কিন্তু ছেলের পরিবার কোনওভাবেই ছেলে-মেয়ের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি। এরপরেই গভীর রাতে মেয়ের পরিবারের তরফ থেকে লোকজন এসে বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ ছেলের বাড়ির তরফে ।
আরও পড়ুন:বিবাহবিচ্ছেদের পর আদালত চত্বরে যুবককে মারধর মেয়ের পরিবারের, ভাইরাল ভিডিয়ো
খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ ৷ এছাড়াও ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখে অপরাধীদের ধরার চেষ্টা করছে পুলিশ । যদিও ভাঙচুরের ঘটনা পুরোপুরি অস্বীকার করা হয়েছে মেয়ের বাড়ির পক্ষ থেকে । ছেলের পরিবারের দাবি, তাঁদের ছেলে নির্দোষ । ওই মেয়ে এর আগেও একাধিকবার তাদের ছেলেকে ফাঁসানোর চেষ্টা করেছে । এর আগেও তাদের ছেলেকে মারধর করা হয়েছিল ৷ এরপরই ছেলে সিদ্ধান্ত নেয় যে, ওই মেয়েকে ছেড়ে দেবে ৷ সে কথা বাড়িতে জানিয়েওছিল সে ৷ এরপর মেয়েটি পেশায় স্বর্ণকার ছেলেটিকে ফোন করত ৷ ছেলেকে চাপ দিত ৷ মেয়ে চাপ সৃষ্টি করায় ছেলে ওই মেয়ের সঙ্গে যেতে বাধ্য হয় । এর আগেও একাধিকবার ঘটে যাওয়া ঘটনার সাক্ষী আছে প্রতিবেশীরা ।
তবে গভীর রাতে মেয়ের পরিবারের লোকজন যেভাবে বাড়িতে ঢুকে হামলা চালানোর পর থেকে খুবই আতংকের মধ্যে রয়েছে ছেলের বাড়ির লোকজন ৷ তবে পঞ্চায়েত সদস্য জোৎস্না দাস জানান, এই ঘটনায় ছেলে-মেয়ে উভয়েরই দোষ রয়েছে ৷ মেয়েকে তো আর জোর করে ছেলে নিয়ে যায়নি, দু'জনে স্বেচ্ছায় চলে গিয়েছে ৷ যাদের মেয়ে গিয়েছে তারাই খুঁজুক মেয়েকে ৷
আরও পড়ুন:পিকনিক নিয়ে বচসা, বাবা-ছেলেকে বেধড়ক মারধর প্রতিবেশীদের