পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chapra Blast: বিস্ফোরণে উড়ল তৃণমূল ঘনিষ্ঠের বাড়ির ছাদ, আতঙ্কে এলাকাবাসী - বিস্ফোরণের বিকট শব্দ

বিস্ফোরণের বিকট শব্দ। আর তার জেরে ভেঙে পড়ল তৃণমূল ঘনিষ্ঠের ঘরের দেওয়াল থেকে শুরু করে বাড়ির ছাদ ৷ তবে কি ফের বোমা বিস্ফোরণ? তদন্তে পুলিশ ৷

Chapra Blast
বিস্ফোরণে উড়ল তৃণমূল ঘনিষ্ঠের বাড়ির ছাদ

By

Published : Jun 1, 2023, 9:56 AM IST

Updated : Jun 1, 2023, 10:24 AM IST

বিস্ফোরণে উড়ল তৃণমূল ঘনিষ্ঠের বাড়ির ছাদ

চাপড়া (নদিয়া), 1 জুন:তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তির বাড়িতে বিস্ফোরণের জেরে উড়ে গেল ছাদ, ভেঙে পড়ল দেওয়াল। বিকট আওয়াজে চরম আতঙ্কে এলাকাবাসী। নদিয়ার চাপড়া থানার মহিষনগরের পূর্বপাড়া এলাকার ঘটনা। জানা যায়, বুধবার রাতে চাপড়ার মহিষ নগরের পূর্বপাড়ায় শইফুল শেখের বাড়িতে হঠাৎ এক বিকট আওয়াজ শুনতে পান এলাকাবাসী। প্রথমে কেউ বাড়ি থেকে ভয়ে না-বের হলেও পরে গিয়ে দেখতে পান শইফুল শেখের বাড়ির ছাদ উড়ে গিয়েছে। ঘরের চারপাশের দেওয়াল ভেঙে পড়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

বিকট আওয়াজের পরই এই বিস্ফোরণ ঘটায় এলাকাবাসী মনে করছেন বোমা বিস্ফোরণের ফলেই এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাপড়া থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। তারা পরে ঘটনাস্থলে এসে পৌঁছয়। তবে বিস্ফোরণের সময় শইফুলের বাড়িতে কেউ ছিল না বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। এবিষয়ে ওই এলাকার বাসিন্দা সেলিম শেখ বলেন, "হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পেয়ে গিয়ে দেখি শইফুলের বাড়ির ছাদ উড়ে গিয়েছে এবং দেওয়াল ভেঙে পড়েছে। যেহেতু সামনে পঞ্চায়েত ভোট সেই কারণে আমাদের অনুমান একাধিক বোমা মজুত ছিল ওই বাড়িটিতে।"

আরও পড়ুন:বিস্ফোরণে আহত ন'বছরের কিশোর, বোমা না বাজি ? উঠছে প্রশ্ন

এগরা, বজবজ, ইংরেজবাজার, দুবরাজপুর, ভাঙড়ের পর এবার নদিয়ার চাপড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটল সাম্প্রতিক অতীতে । যদিও চাপড়ার এই ঘটনায় বোমা বিস্ফোরণই যে হয়েছে কি না, তা নিয়ে পুলিশি তদন্ত জারি রয়েছে। ঘটনার পর তাঁরা রীতিমতো আতঙ্কে রয়েছে বলেই জানিয়েছেন। পাশাপাশি শইফুল শেখ ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যর আত্মীয় বলেই জানা যায়। তবে বম্ব স্কোয়াডের এক আধিকারিক জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে । বোমা বিস্ফোরণ হয়েছে কি না, এখন তা স্পষ্ট নয়। চাপড়া থানার পুলিশ তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অন্যদিকে, এই ঘটনায় শইফুল শেখের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Last Updated : Jun 1, 2023, 10:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details