নবদ্বীপ, 1 জুন : করোনার সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে গাছের ওপর ঘর বেঁধেছেন এক সাধু ৷ রয়েছেন নিভৃত বাসে ৷ এমনই চিত্র উঠে এল নদিয়ার তীর্থনগরী নবদ্বীপে ৷
লোকসমাজ থেকে নিজেকে একেবারে সরিয়ে নিয়ে ভাগীরথী নদীর তীরে জঙ্গল ঘেরা এলাকায় গাছের উপর ঘর বেঁধে বসবাস করছেন শ্য়ামল সাধু ওরফে শ্য়ামল দাস ৷ নদিয়ার নবদ্বীপ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের রানির চড়া এলাকায় রয়েছে তাঁর সাধের Tree House ৷
পঞ্চাশোর্ধ্ব শ্য়ামল যখন সংসারি ছিলেন, তখন নামকরা কাঠমিস্ত্রি ছিলেন তিনি ৷ রোজগারও মন্দ ছিল না ৷ সেসব ছেড়ে হঠাৎই বিবাগী হয়ে যান ৷ শ্য়ামল দাস থেকে হয়ে যান শ্যামল সাধু ৷ বর্তমানে পরিবারে তাঁর স্ত্রী থাকলেও সহধর্মিনীর সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেন না তিনি ৷ নিজের দিন গুজরান করেন ভিক্ষা করে ৷