রানাঘাট, 27 মে : রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে হোম কোয়ারানটিনে থাকার জন্য নির্দেশিকা পাঠালো জেলা স্বাস্থ্য দপ্তর। নোটিস নিয়ে হাজির হন এক স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা। সাংসদ নবদ্বীপের একটি সেন্টার পরিদর্শনে যান ।সেখানে যাওয়ার কারণে তাঁকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়। মঙ্গলবার রাতে সেই নোটিস তিনি ফিরিয়ে দেন।
স্বাস্থ্যদপ্তর থেকে হোম কোয়ারানটিনে থাকার নোটিস BJP সাংসদের বিরুদ্ধে - হোম কোয়ারানটিন
BJP সাংসদ জগন্নাথ সরকারকে হোম কোয়ারানটিন থাকার জন্য নির্দেশিকা পাঠালো জেলা স্বাস্থ্য দপ্তর। নোটিস নিয়ে হাজির হন এক স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা। সাংসদ নবদ্বীপের একটি সেন্টার পরিদর্শনে যান ।সেখানে যাওয়ার কারণে তাঁকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়। মঙ্গলবার রাতে সেই নোটিস তিনি ফিরিয়ে দেন।
পরবর্তীতে সকালে রানাঘাট মহকুমা পুলিশ আধিকারিক ও শান্তিপুর থানার অফিসার ইনচার্জ ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা আবার পুনরায় নোটিস নিয়ে হাজির হন তাঁর বাড়িতে। সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ, রাজনৈতিক কারণে পরিকল্পনামাফিক স্বাস্থ্যদপ্তর ও পুলিশের পক্ষ থেকে তাঁকে গৃহবন্দী করার চেষ্টা হচ্ছে । তার দাবি, যে এই বিপর্যয়ের সময় তিনি দুর্নীতির ও অন্যায়ের প্রতিবাদ করছেন অসহায় মানুষের পাশে থাকছেন।
তিনি আরও অভিযোগ করেন, ওই ঘটনাস্থানে কয়েকশো দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে হাজির হয়েছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা।তাহলে অন্যান্য সকলকে কেন কোয়ারানটিনে রাখা হচ্ছে না। শুধুমাত্র তিনি সাংসদ বলে কি রাজনৈতিক ভাবে বন্দী করার উদ্দেশে এই উদ্যোগ সরকারের, প্রশ্ন সাংসদের । যদি সকলকেই এই একই নিয়মের মধ্যে আনতে পারেন, তিনি স্বেচ্ছায় হোম কোয়ারানটিনে থাকবেন। এই বলে নোটিস না নিয়ে ফিরিয়ে দেন স্বাস্থ্য অধিকর্তাকে।