পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অর্ণব কোনওরকম অবসাদে ভুগছিলেন না, ফেসবুক পোস্ট স্ত্রীর - election commission

"আমার স্বামী কোনওরকম অবসাদে ভুগছিলেন না । এবং আমাদের সম্পর্ক খুব সুন্দর ও স্বাস্থ্যকর ।" বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েকের অভিযোগ ওড়ালেন অনিশা যশ ।

অর্ণব রায় ও অনিশা যশ

By

Published : Apr 20, 2019, 4:38 AM IST

আসানসোল, 20 এপ্রিল : "বিষয়টি ব্যক্তিগত এবং পারিবারিক ।" নোডাল অফিসার অর্ণব রায় নিখোঁজ হওয়ার ঘটনায় এই বিবৃতি দিয়েছিলেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক । যদিও তাঁর বিবৃতিকে খারিজ করলেন নিখোঁজ অফিসারের স্ত্রী অনিশা যশ ।

গতকাল নিজের প্রোফাইলে একটি পোস্ট করেন অর্ণব রায়ের স্ত্রী অনিশা । সেখানে তিনি লেখেন, "আমার স্বামী 18 তারিখ দুপুর সাড়ে 12টা থেকে নিখোঁজ । আমি আরও জানাতে চাই, আমার স্বামী কোনওরকম অবসাদে ভুগছিলেন না । এবং আমাদের সম্পর্ক খুব সুন্দর ও স্বাস্থ্যকর ।"

এই সংক্রান্ত আরও খবর : কৃষ্ণনগর থেকে নিখোঁজ নদিয়ার নোডাল অফিসার

এর পাশাপাশি তিনি অর্ণব রায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে কোনওরকম গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেন সকলকে । তিনি আরও লেখেন, আমার স্বামীকে ছাড়া অন্য কোনও কিছু এখন চাই না । তাঁকে খুঁজে পেতে শেষ ধাপ পর্যন্ত যেতে চাই । আমার স্বামীকে ফিরে পেতে চাই।

এই সংক্রান্ত আরও খবর : অর্ণব রায়ের নিখোঁজ হওয়ার সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই : অজয় নায়েক

অর্ণববাবু NREGA ডিস্ট্রিক্ট অফিসার । তাঁকে নির্বাচনে EVM ও VVPAT সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয় । 18 তারিখ সকালে তিনি জেলাশাসকের দপ্তরে কাজ করেন । এরপর কৃষ্ণনগর BPCIT কলেজের উদ্দেশে রওনা দেন । তারপরই নিখোঁজ হয়ে যান । যদিও তাঁর নিখোঁজ নির্বাচন সংক্রান্ত কোনও কারণে নয় বলে মন্তব্য করেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক । তাঁর বক্তব্য ছিল, নিখোঁজের কারণ ব্যক্তিগত ও পারিবারিক । গতকাল ফেসবুক পোস্ট করে তাঁর দাবি উড়িয়ে দিলেন অর্ণব রায়ের স্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details