পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hanskhali Gang Rape : কী ঘটেছিল 5 এপ্রিলের রাতে ? জানতে মূল অভিযুক্ত সোহেলকে নিয়ে ঘটনাস্থলে সিবিআই

হাঁসখালি গণধর্ষণ (Hanskhali Gang Rape) এবং খুনের ঘটনায় 5 এপ্রিল রাতে কী হয়েছিল ? জানতে মূল অভিযুক্ত সোহেল গোয়ালিকে তাঁর বাড়িতে নিয়ে গেল সিবিআই (CBI Tooks Sohail Gowali to Incident Place for Investigation) ৷ এই ঘটনায় তৃতীয় এক অভিযুক্তের নাম সামনে এসেছে ৷ রঞ্জিত মল্লিক নামে সেই অভিযুক্তকে গতকালই গ্রেফতার করা হয়েছে ৷

Hanskhali Gang Rape
Hanskhali Gang Rape

By

Published : Apr 17, 2022, 10:02 AM IST

Updated : Apr 17, 2022, 10:10 AM IST

হাঁসখালি, 17 এপ্রিল : হাঁসখালির নাবালিকা গণধর্ষণ (Hanskhali Gang Rape) এবং খুনের ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গোয়ালিকে তার বাড়িতে নিয়ে গেল সিবিআই (CBI Tooks Sohail Gowali to Incident Place for Investigation) ৷ শনিবার রাতে সোহেলকে নিয়ে ঘটনাস্থলে যান সিবিআই আধিকারিকরা ৷ সেই নারকীয় অপরাধের দিনে ঠিক কী হয়েছিল তা অভিযুক্তের কাছে জানতে চান তদন্তকারীরা ৷ বাড়ির আশেপাশেও সোহেলকে নিয়ে যান সিবিআই আধিকারিকরা ৷ মূলত, গণধর্ষণ সংক্রান্ত তথ্যপ্রমাণের জন্যই তাঁকে নিয়ে যাওয়া হয় ৷

শনিবারই সোহেল গোয়ালি এবং তাঁর বন্ধু প্রভাকর পোদ্দারকে পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই ৷ এর পর গতকালই এই ঘটনায় তৃতীয় অভিযুক্তের নাম সামনে আসে ৷ তৃতীয় অভিযুক্তের নাম রঞ্জিত মল্লিক ৷ ঘটনার পর থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল ৷ তবে শুক্রবারই তাকে গ্রেফতার করে সিবিআই ৷ তার আগেই গাড়াপোতা বেলতলা বাসিন্দা রঞ্জিত মল্লিকের বাড়ি সিল করে দেয় সিবিআই ৷ এদিকে সোহেল এবং প্রভাকরকে গতকাল দিনভর জিজ্ঞাসাবাদের পর গ্রামে নিয়ে যাওয়া হয় ৷ বাড়ির কোন জায়গায়, ঠিক কী কী ঘটেছিল এবং কোথাও কোনও প্রমাণ লুকানো রয়েছে কি না তা জানতে চান তদন্তকারীরা ৷

আরও পড়ুন : CBI Gets Custody of Sohail Gowali : হাঁসখালি গণধর্ষণ ও খুনের মামলায় সোহেল গোয়ালিকে হেফাজতে নিল সিবিআই

বছর 14’র ওই নাবালিকাকে গত 5 এপ্রিল সোহেলের বাড়িতে গণধর্ষণ করা হয় ৷ ওই রাতেই অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় তার ৷ সিবিআইকে নাবালিকার মা-বাবা গোপন জবানবন্দিতে জানিয়েছেন, ওইদিন রাতেই এলাকার কয়েকজন যুবক তাঁদের মেয়ের দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেয় ৷ এমনকি তাঁদের প্রাণে মারা হুমকিও দেওয়া হয় ৷ এই ঘটনার 5 দিন পর গত 10 এপ্রিল পুরো বিষয়টি প্রকাশ্যে আসে এবং পুলিশ মূল অভিযুক্ত সোহেল গোয়ালিকে গ্রেফতার করে ৷ পরবর্তী সময়ে প্রভাকর পোদ্দার নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ এ বার রঞ্জিত মল্লিক নামে আরও এক যুবক সিবিআইয়ের জালে ৷

আরও পড়ুন : Hanskhali Gang Rape: হাঁসখালি নাবালিকা গণধর্ষণে সামনে এল তৃতীয় অভিযুক্তের নাম, পলাতকের বাড়ি সিল করল সিবিআই

Last Updated : Apr 17, 2022, 10:10 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details