পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাকদহে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার - hanging body recovered in Chakdaha

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে সান্যাল চর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । পরিবারের দাবি যুবককে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে ।

The hanging body of the youth was recovered in Chakdaha
যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

By

Published : Jun 10, 2020, 1:00 PM IST

চাকদহ, 10 জুন : গাছে ঝুলন্ত যুবকের দেহ উদ্ধার । মঙ্লবার নদিয়ার চাকদহ থানার অন্তর্গত সান্যাল চর এলাকার ঘটনা । খবর পেয়ে চাকদহ থানার পুলিশ মৃত দেহটিকে উদ্ধার করে । ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।

মৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস । বয়স 25 । সান্যাল চরের নতুন পাড়া এলাকার বাসিন্দা । পরিবারের অভিযোগ, বিশ্বজিৎ বিশ্বাস সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যায় । রাতে ফেরেনি । খোঁজাখুঁজি করেও তাঁর খোঁজ পাওয়া যায়নি । পরের দিন সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় ।

মৃতের বাবার অভিযোগ...

পরিবারের তরফ থেকে জানা যায়, বিশ্বজিতের চোখ গামছা দিয়ে বাঁধা ছিল । শরীরে একাধিক জায়গায় রক্তের দাগ রয়েছে । পায়ে চপ্পল পরা ।

পরিবারের দাবি বিশ্বজিৎকে চক্রান্ত করে খুন করা হয়েছে । থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । এটি খুন না আত্মহত্যা তার তদন্ত চালাচ্ছে পুলিশ । যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details