নদিয়া, 17 জুলাই:স্বামীর শ্রাদ্ধের ঠিক আগের দিন আত্মঘাতী হলেন স্ত্রী (Died By Suicide) ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে ৷ মহিলার নাম চুমকি মঠ ৷ শান্তিপুর পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের কেসি দাস রোডের বাসিন্দা সৌগত মঠ মাত্র 37 বছর বয়সে গত 7 জানুয়ারি মারা যান ৷ মস্তিষ্কজনিত সমস্যায় আকষ্মিক মৃত্যু হয় তাঁর ।
সৌগতর ছিল বৃদ্ধা মা, দশ বছরের কন্যা এবং স্ত্রীকে নিয়ে সংসার । একটি ফাস্টফুডের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি । তাঁর মৃত্যুর পর ভেঙে পড়েন স্ত্রী ৷ স্বামীর মৃত্যুকে মেনে নিতে পারেননি তিনি ৷ শোকার্ত স্ত্রী সেই মানসিক উৎকণ্ঠা সহ্য করতে না পেরেই হয়তো গতকাল রাতে আত্মঘাতী হন । এমনটাই মনে করছেন পরিবারের সদস্যরা ৷