পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Died By Suicide: নদিয়ায় পারলৌকিক ক্রিয়ার আগেই স্বামীর মৃত্যুশোকে আত্মঘাতী স্ত্রী ! - Hanging body of woman recovered in Nadia

স্বামীর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই আত্মঘাতী হলেন স্ত্রী(Died By Suicide) ৷ তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে অনুমান পরিবারের ৷

woman Died By Suicide in Nadia
Died By Suicide

By

Published : Jul 17, 2022, 1:05 PM IST

নদিয়া, 17 জুলাই:স্বামীর শ্রাদ্ধের ঠিক আগের দিন আত্মঘাতী হলেন স্ত্রী (Died By Suicide) ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে ৷ মহিলার নাম চুমকি মঠ ৷ শান্তিপুর পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের কেসি দাস রোডের বাসিন্দা সৌগত মঠ মাত্র 37 বছর বয়সে গত 7 জানুয়ারি মারা যান ৷ মস্তিষ্কজনিত সমস্যায় আকষ্মিক মৃত্যু হয় তাঁর ।

সৌগতর ছিল বৃদ্ধা মা, দশ বছরের কন্যা এবং স্ত্রীকে নিয়ে সংসার । একটি ফাস্টফুডের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি । তাঁর মৃত্যুর পর ভেঙে পড়েন স্ত্রী ৷ স্বামীর মৃত্যুকে মেনে নিতে পারেননি তিনি ৷ শোকার্ত স্ত্রী সেই মানসিক উৎকণ্ঠা সহ্য করতে না পেরেই হয়তো গতকাল রাতে আত্মঘাতী হন । এমনটাই মনে করছেন পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন:শহরে ফের উঠতি মডেলের রহস্যমৃত্যু, বহুতলে উদ্ধার ঝুলন্ত দেহ

রবিবার সকালে গৃহবধূর মেয়ে এবং মা লক্ষ্য করেন দোতলার ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছেন চুমকি মঠ (Hanging body of woman recovered in Nadia) ৷ এরপর প্রতিবেশীদের সহযোগিতায় শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায় । এক সপ্তাহের মধ্যে স্বামী ও স্ত্রী দুজনের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । তবে কাউন্সিলর থেকে প্রতিবেশী, আত্মীয়-স্বজন সকলেই ওই পরিবারের পাশে সর্বক্ষণের সঙ্গী হিসাবে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details