পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান নবদ্বীপের প্রতিবন্ধী নাবালিকার - nabadwip corona news

পরিবারে আর্থিক স্বচ্ছলতা একেবারেই নেই । নিজেও 75 শতাংশ শারীরিক প্রতিবন্ধী । তবু নিজের প্রতিবন্ধী ভাতাটুকুও প্রধানমন্ত্রীর কোরোনা রিলিফ ফান্ডে দান করল নবদ্বীপের প্রতিবন্ধী নাবালিকা অঙ্কিতা দেবনাথ ।

aa
নাবালিকা

By

Published : Apr 9, 2020, 11:36 AM IST

নবদ্বীপ, 9 এপ্রিল: কোরোনো মোকাবিলায় ত্রাণ তহবিল শুরু করেছেন প্রধানমন্ত্রী । দেশবাসীর কাছে তাঁর আবেদন , সাধ্যমতো ত্রাণ তহবিলে দান করার । অনেকেই এগিয়ে আসছেন ত্রাণ তহবিলে সাহায্য করতে । সাধ্যমতো অর্থ দান করছেন । এবার সেই ত্রাণ তহবিলে অনুদান দিতে এগিয়ে এল নবদ্বীপের বছর 11-র প্রতিবন্ধী নাবালিকা অঙ্কিতা দেবনাথ। নিজের সামান্য প্রতিবন্ধী ভাতাটুকুও তুলে দিল কেন্দ্রীয় সরকারেরর কোরোনা রিলিফ ফান্ডে ।

কোরোনা সংক্রমণের জন্য বর্তমানে গোটা দেশে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে । প্রধানমন্ত্রী 21 দিন লকডাউনের কথা ঘোষণা করেছেন । যার জেরে এখন স্তব্ধ গোটা দেশ । দেশের অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল গঠন করা হয়েছে । সেখানে সাহায্য করছেন অনেকেই । সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ছোট্টো অঙ্কিতাও ।

নদিয়ার নবদ্বীপের 17 নম্বর ওয়ার্ডের সরকারপাড়ার বাসিন্দা অঙ্কিতার বাবা মিঠুন দেবনাথ পেশায় আলমারি কারখানার শ্রমিক । পরিবারে আর্থিক স্বচ্ছলতা নেই । দিন আনা দিন খাওয়া সংসার । একমাত্র মেয়ে অঙ্কিতা ছোটো থেকেই শারীরিকভাবে 75 শতাংশ প্রতিবন্ধী । সরকারের তরফে প্রতিবন্ধী ভাতা পায় সে । কিছুদিন আগেই তিন মাসের প্রতিবন্ধী ভাতা 3000 টাকা একসঙ্গে তার অ্যাকাউন্টে এসেছে । সেই টাকার পুরোটাই সে দান করে দিয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে । শুধু এখানেই শেষ নয় । কষ্ট করে জমানো মিঠুনের 1000 টাকাও তহবিলে দান করা হয়েছে অঙ্কিতার পরিবারের পক্ষ থেকে । অঙ্কিতার এই প্রয়াস অনেকেরই মনোবল বাড়িয়ে তুলবে বলে মনে করছেন স্থানীয়রা । সেইসঙ্গে তার এই মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন সকলে ।

ABOUT THE AUTHOR

...view details