রানাঘাট, 17 জানুয়ারি : রানাঘাট শহরে চূর্ণী নদীর ধারে অবকাশ পার্কের পাশে তৈরি হল অত্যাধুনিক অতিথি নিলয় তটিনী । দেড় কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই অতিথি নিলয় । পশ্চিমবঙ্গ সরকারের গ্রিন সিটি প্রকল্পের মধ্যে দিয়ে নির্মাণ করা হয়েছে তটিনী ।
একবারে আধুনিক হিসাবে ধরা দিয়েছে এই অতিথি নিলয় । আজ এই অতিথি নিলয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । থাকার জন্য 10 টি ঘর, কনফারেন্স ঘর রয়েছে এখানে । এছাড়া সামনে ছোটদের খেলার জন্য পার্কও থাকছে শীততাপ নিয়ন্ত্রিত এই অতিথি নিবাসে ।