পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হিংসার জন্য নষ্ট হচ্ছে রাজ্যের ভাবমূর্তি : রাজ্যপাল - কল্যাণী

রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আজ রাজ্যপাল বলেন, "পশ্চিমবঙ্গের নাম হিংসার সঙ্গে জড়িয়ে গেছে ৷ নির্বাচনের সময় হিংসা ৷ অন্য সময়ও হিংসা ৷ আমি হাত জোড় করে অনুরোধ করছি, আসুন আমরা মিলিতভাবে রাজ্যের ভাবমূর্তির পরিবর্তন করার চেষ্টা করি ৷ "

Governor's concern about state's situation
জগদীপ ধনকড়

By

Published : Jan 10, 2020, 9:43 PM IST

Updated : Jan 10, 2020, 11:36 PM IST

কল্যাণী, 10 জানুয়ারি : রাজ্যের পরিস্থিতি নিয়ে আজ উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ নদিয়ার কল্যাণীতে 23 তম বঙ্গসংস্কৃতি উৎসবের উদ্বোধন করতে আসেন তিনি ৷

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পরিস্থিতি ও নৈহাটিতে বাজি নিষ্ক্রিয়ের সময় বিস্ফোরণ প্রসঙ্গে বলেন, "আমি কোনও রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করি না ৷ কিন্তু পর পর তিনটি বিস্ফোরণ সত্যিই চিন্তার বিষয় ৷ যেমনটা জানা যাচ্ছে বিনা লাইসেন্সে ব্যাপকহারে এ ধরনের কাজ হচ্ছে ৷ রাজ্যের উচিত যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা এবং কঠোর শাস্তি দেওয়া ৷ এ ধরনের ঘটনা রাজ্যের শান্তি-শৃঙ্খলায় প্রভাব ফেলছে ৷ প্রশাসনের উচিত কড়া পদক্ষেপ করা ৷ "

রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গের নাম হিংসার সঙ্গে জড়িয়ে গেছে ৷ নির্বাচনের সময় হিংসা ৷ অন্য সময়ও হিংসা ৷ আমি হাতজোড় করে অনুরোধ করছি, আসুন আমরা মিলিতভাবে রাজ্যের ভাবমূর্তির পরিবর্তন করার চেষ্টা করি ৷ যতক্ষণ না এই ধরনের অপরাধমূলক কাজকর্ম রুখতে কঠোর পদক্ষেপ না করা যাবে, পশ্চিমবঙ্গের ভাবমূর্তি পালটানো যাবে না ৷ "

জানুয়ারির 3 তারিখ নৈহাটির একটি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় 5 জনের মৃত্যু হয় ৷ পরে ওই কারখানা থেকে বাজেয়াপ্ত হওয়া বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে গতকাল ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে নৈহাটিসহ পার্শ্ববর্তী এলাকা ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গঙ্গার ওপারে হুগলির চুঁচুড়ার বেশ কয়েকটি এলাকাও কেঁপে ওঠে ৷

Last Updated : Jan 10, 2020, 11:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details