নবদ্বীপ, 1 জুলাই : যুবতিকে ধর্ষণ ও দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার নবদ্বীপ থানা এলাকায় । আরও অভিযোগ, গতকাল রাতে স্বামী ওই যুবতি ও তার মেয়েকে বিক্রি করে দেওয়ার হুমকি দেয় । তারপর পুলিশের দ্বারস্থ হয় যুবতি ।
ধর্ষণ ও দেহ ব্যবসায় নামানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, পুলিশের দ্বারস্থ যুবতি - police
নদিয়া জেলার নবদ্বীপ থানা এলাকায় যুবতিকে ধর্ষণ ও দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে । পুলিশের দ্বারস্থ হয়েছেন যুবতি ।
জানা গেছে, সাত বছর আগে বিয়ে হয় ওই যুবতির । বিয়ের পরের বছর কন্যা সন্তানের জন্ম দেয় সে । তারপর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যুবতির উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে । যুবতি জানায়, তাকে জোর করে দেহ ব্যবসায় নামানো হয় । প্রতিবাদ করলেই বেধড়ক মারা হত । মিলত খুনের হুমকি ।
গতরাতে যুবতি নবদ্বীপ থানায় স্বামী, শাশুড়ি, ননদ এবং কাকা শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে । যদিও এখনও কেউ গ্রেপ্তার হয়নি । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ ।