পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তিপুরে গঙ্গার ভাঙন অব্যাহত, তলিয়ে গেল একাধিক বাড়ি - শান্তিপুর

গঙ্গা ভাঙনের জেরে জলের তলায় একাধিক বাড়ি ৷ সমস্যায় গ্রামবাসী ৷

ছবি
ছবি

By

Published : Oct 3, 2020, 1:34 PM IST

শান্তিপুর, 3 অক্টোবর : আবারও নতুন করে গঙ্গা ভাঙন ৷ এবার গঙ্গাবক্ষে তলিয়ে গেল বিঘা বিঘা চাষের জমিসহ প্রায় 25টি বসতবাড়ি । ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার ।

নদিয়ার শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের চরসরাগর এলাকা ৷ এর আগেও বিঘা বিঘা চাষের জমি গঙ্গাবক্ষে তলিয়ে গেছে । কয়েক মাস আগেও একাধিক পাটের জমি গঙ্গা গ্রাস করে নিয়েছে । কোরোনা আবহে কাজ হারিয়ে চাষিদের শেষ সম্বল ছিল জমির ফসল । সেটাও তলিয়ে যাওয়ায় তাঁরা প্রায় নিঃস্ব হয়েই কোনও রকমে বসবাস করছিলেন । কিন্তু গতকালের ভাঙনে বসতভিটাটুকুও তলিয়ে যাওয়ায় তাঁরা নিরুপায় হয়ে অন্যত্র চলে যাচ্ছেন ।

গঙ্গা ভাঙন

স্থানীয়দের দাবি, প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলকে একাধিকবার জানানো হয়েছে । তারা আসে আশ্বাস দিয়ে চলে যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না । কখনো কখনো অস্থায়ীভাবে বালির বস্তা দিয়ে বাঁধ মেরামত করার চেষ্টা করা হয় । কিন্তু তাও কয়েকদিনের মধ্যে গঙ্গার দাপটে তলিয়ে যায় । আমরা চাইছি, যত দ্রুত সম্ভব পাকাপোক্তভাবে গঙ্গার পাড় বাঁধানো হোক । না হলে যা অবশিষ্ট রয়েছে তাও কোনওদিন গঙ্গাবক্ষে তলিয়ে যাবে । চরসরাগর এলাকার বাসিন্দা আকুল বিশ্বাস বলেন, "শুধু এই বছর আমার প্রায় কুড়ি বিঘা জমি গঙ্গা ভাঙনে তলিয়ে গেছে । আমরা পেশায় চাষি, চাষ করে সারা বছর সংসার চালাই । ফসলসহ চাষের জমি তলিয়ে যাওয়ায় আমরা নিঃস্ব হয়ে পড়েছি । অবশেষে বসতবাড়িটুকু তলিয়ে গেল গঙ্গা ভাঙনে ।" ওই এলাকার আরও এক বাসিন্দা শ্যামাপদ বিশ্বাস বলেন, "আমার নিজেরই 6 টি বাড়ি ছিল, সবগুলি ভাঙনে তলিয়ে গেছে। নিরুপায় হয়ে অন্যত্র চলে যাচ্ছি আমরা ।"

ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর বলেন, "এলাকার মানুষের দাবি একদম সত্য । নতুন করে ভয়ংকরভাবে আবার ভাঙন শুরু হয়েছে । আমরা এর আগেও প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি কখনো কখনো অস্থায়ীভাবে বাঁধানোর চেষ্টা করেছি । তবে যত সম্ভব সাধারণ মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করব । এর পাশাপাশি যাতে স্থায়ীভাবে গঙ্গার পাড় বাঁধানো যায় তার চেষ্টা করছি ।"

ABOUT THE AUTHOR

...view details