শান্তিপুর, 1 জুন : দশহরার দিন নদিয়ার শান্তিপুর সংলগ্ন গঙ্গার সমস্ত ঘাট ফাঁকা । সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড় নেই । কোরোনা ভাইরাসের আতঙ্ক ও লকডাউনের জেরে সুনসান বিভিন্ন ঘাট ।
দশহরায় ফাঁকা নদিয়ার বিভিন্ন গঙ্গার ঘাট - নদিয়া
দশহরার দিনে গঙ্গার বিভিন্ন ঘাট ফাঁকা । কয়েকজন পুজো করলেন সামাজিক দূরত্ব মেনে ।
প্রতিবছর গঙ্গা পুজো অর্থাৎ দশহরার দিন নদিয়ার শান্তিপুরের কালনা ঘাট, গুপ্তিপাড়া ঘাট, বলাগড় ঘাটে পুজো দেওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় । বিশেষ করে মহিলারা সকালে উপোস করে স্নান করে গঙ্গা পুজো দেন । ঘাটগুলিতে তিল ধারণের জায়গা থাকে না । কিন্তু এবছর লকডাউন এবং কোরোনার ভাইরাসের কারণে ভিন্ন ছবি ধরা পড়ল । কয়েকজনকে গঙ্গায় স্নান করতে দেখা গেলেও বাকি সময় ফাঁকা ।
প্রশাসনের তরফে সর্তকতামূলক ব্যাবস্থা আগাম নেওয়া হয়েছে । শান্তিপুর থানার পক্ষ থেকে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছিল । যে কজন গঙ্গা স্নান করতে আসেন, তাঁঁদের সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয় ।