পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fraud Case Against TMC MLA: পদ পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে 7 লক্ষ টাকা আত্মসাৎ ! কাঠগড়ায় তৃণমূল বিধায়ক - দুর্নীতি

নদিয়ার (Nadia) করিমপুরের (Karimpur) বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের (Bimalendu Sinha Roy) বিরুদ্ধে প্রতারণার অভিযোগ (Fraud Case Against TMC MLA) ৷ দলেরই সংখ্য়ালঘু নেতাকে ব্লক সভাপতি (Block President) পদে বসানোর ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে 7 লক্ষ টাকা আত্মসাৎ ! অস্বীকার বিধায়কের ৷

Fraud Case filed against Karimpur TMC MLA Bimalendu Sinha Roy
Fraud Case Against TMC MLA: পদ পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে 7 লক্ষ টাকা আত্মসাৎ ! কাঠগড়ায় তৃণমূল বিধায়ক

By

Published : Sep 10, 2022, 6:47 PM IST

করিমপুর (নদিয়া), 10 সেপ্টেম্বর: দলের ব্লক সভাপতি (Block President) পদে বসানোর ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে 7 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ! কাঠগড়ায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক (TMC MLA) ! অভিযোগ ভিত্তিহীন বলে পালটা মামলার হুঁশিয়ারি অভিযুক্ত জনপ্রতিনিধির ৷ নদিয়ার (Nadia) করিমপুরের (Karimpur) ঘটনায় চড়ছে রাজনীতির পারদ ৷

যাঁর বিরুদ্ধে 7 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে, তিনি করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় (Bimalendu Sinha Roy) ৷ তাঁর বিরুদ্ধে কৃষ্ণনগরের (Krishnanagar Police District) পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসান আলি মণ্ডল (Hasan Ali Mondal) নামে এক ব্যক্তি ৷ তিনি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা ৷ দীর্ঘদিন ধরে পঞ্চায়েতস্তরে দলের দায়িত্ব সামলেছেন ৷ এমনকী, তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি (করিমপুর-2 ব্লক) পদেও থাকার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷

আরও পড়ুন:প্রাথমিকের চাকরি প্রার্থীদের টাকা আত্মসাতের অভিযোগে কোচবিহারে ধৃত তৃণমূল নেতা

সংবাদমাধ্যমের সামনে হাসান দাবি করেছেন, স্থানীয় বিধায়ক তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দলের ব্লক সভাপতি করে দেবেন ! তবে, তার জন্য দলের উন্নয়নের স্বার্থে কিছু টাকা দিতে হবে হাসানকে ! তৃণমূলের এই সংখ্য়ালঘু নেতার কথায়, "আমাদের জননেত্রী কখনও এই ধরনের কোনও নির্দেশ দিতে পারেন না ৷ কিন্তু, বিধায়ক স্বয়ং আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ তাই আমি বিশ্বাস করেছিলাম ৷ আমি দলের উন্নয়নের জন্য 7 লক্ষ টাকা দিয়েছিলাম ৷ কিন্তু, তারপরও আমাকে ব্লক সভাপতি করা হয়নি ৷"

ঘটনার প্রেক্ষিতে বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন হাসান ৷ তাঁর দাবি, ব্লক সভাপতি পদ না পেয়ে একাধিকবার বিধায়কের কাছে টাকা ফেরত চেয়েছিলেন তিনি ৷ কিন্তু, টাকা দেওয়া দূরে থাক, উলটে বিধায়ক তাঁকে হুমকি দেন বলে অভিযোগ হাসান আলি মণ্ডলের ৷ তাই শেষমেশ পুলিশ সুপারের দ্বারস্থ হন তিনি ৷ লিখিত অভিযোগ জানান বিধায়কের বিরুদ্ধে (Fraud Case Against TMC MLA) ৷

অন্যদিকে, অভিযুক্ত বিমলেন্দু সিংহ রায়ের বক্তব্য হল, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ৷ এর জন্য হাসানের বিরুদ্ধে মামলা রুজু করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷ বিধায়কের কথায়, "এই অভিযোগ সর্বৈব মিথ্যা ৷ আমাকে ফাঁসানো হচ্ছে ৷ যদি আমার বিরুদ্ধে এই অভিযোগ কেউ প্রমাণ করতে পারে, তাহলে আমি রাজনীতিই ছেড়ে দেব !"

ABOUT THE AUTHOR

...view details