পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবদ্বীপে দুঃস্থ পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাদ্যসামগ্রী বিলি শিক্ষকদের - করোনা

দুঃস্থ পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাদ্যসামগ্রী বিলি করা হল ৷ নদিয়ার নবদ্বীপ উত্তর চক্রের অন্তর্গত শ্রীচৈতন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগেই এই আয়োজন ৷ এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ‘প্রজ্ঞান’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও ৷

Food distribution for poor student at Nabadwip during lockdown
নবদ্বীপে দুস্থ পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী বিলি স্কুলের শিক্ষকদের

By

Published : May 31, 2021, 5:27 PM IST

নবদ্বীপ, 31 মে : করোনাকালে এবং কার্যত লকডাউন পরিস্থিতিতে মানবিকতার নজির গড়লেন নদিয়ার নবদ্বীপ উত্তর চক্রের অন্তর্গত শ্রীচৈতন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৷ দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য তাদের অভিভাবকদের হাতে সুষম খাদ্যসামগ্রী তুলে দিলেন তাঁরা ৷ সহযোগিতার হাত বাড়িয়ে দিল ‘প্রজ্ঞান’ নামক স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৷

করোনা আবহে রাজ্যজুড়ে কার্যত লকডাউন ঘোষণা করেছে সরকার ৷ বন্ধ হয়ে গিয়েছে গণপরিবহণ ৷ বন্ধ রয়েছে কলকারখানা, অফিস-সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ৷ কর্মহীন হয়ে পড়েছেন রেলের হকার থেকে শুরু করে রিকশাচালক, টোটোচালক-সহ বিভিন্ন ক্ষেত্রের অসংখ্য শ্রমজীবী মানুষ ৷ ফলে চরম অনটনে দিন কাটছে হতদরিদ্র পরিবারগুলির ৷ যার প্রভাব পড়েছে পরিবারগুলির শিশু ও নাবালক সদস্যদের উপরও ৷ ভালো মতো খেতেও পারছে না তারা ৷

শিক্ষকদের ডাকে সাড়া দিয়ে খাদ্য সামগ্রী বণ্টনে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন ৷

এদিকে, বর্তমানে মহামারি ও দীর্ঘ লকডাউন পরিস্থিতির জন্য বন্ধ রয়েছে স্কুল, কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ৷ মিড-ডে মিল বন্ধ থাকলেও সেই বাবদ রেশন সরবরাহ করা হচ্ছে পড়ুয়াদের বাড়িতে ৷ তবে তা সার্বিক পুষ্টির পক্ষে যথেষ্ট নয় বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

আরও পড়ুন :150 দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিলি বুনিয়াদপুর নাগরিক যুব সমাজের

এই অবস্থায় নবদ্বীপ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের শ্রীচৈতন্য প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র পড়ুয়াদের দুধ, ডিম, সয়াবিন, হেলথ ড্রিংক, ফল-সহ বিভিন্ন ধরনের সুষম খাদ্যসামগ্রী বণ্টন করা হল ৷ এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ‘প্রজ্ঞান’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ৷ তাঁরা জানিয়েছেন, বিদ্যালয়ের শিক্ষকদের ডাকে সাড়া দিয়েই এই আয়োজন করা হয় ৷ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী তথা সাংবাদিক শুভাশিস কংসবণিক ও নবদ্বীপ উত্তর চক্রের শিক্ষাবন্ধু উত্তম পাল ৷

ABOUT THE AUTHOR

...view details