পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নদিয়ায় রাতের অন্ধকারে উদ্ধার 5 নাবালক-নাবালিকা - নদিয়া

উদ্দেশ্যহীনভাবে পাঁচ নাবালক-নাবালিকাকে ঘোরাঘুরি করতে দেখে তাদেরকে উদ্ধার করে পুলিশ । তুলে দেওয়া হয়েছে চাইল্ড লাইন কর্তৃপক্ষের হাতে । নদিয়ার তাহেরপুর এলাকার ঘটনা ।

aa
কিশোরি

By

Published : Aug 22, 2020, 1:51 PM IST

Updated : Aug 22, 2020, 3:35 PM IST

নদিয়া, 22 অগাস্ট: রাতের অন্ধকারে নদিয়ার তাহেরপুর থানা এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল পাঁচ নাবালক-নাবালিকা । নজরে আসতেই পুলিশ তাদের উদ্ধার করে । তুলে দেওয়া হয়েছে চাইল্ড লাইনে কর্তৃপক্ষের হাতে ।

সূত্রের খবর, গতরাতে নদিয়ার তাহেরপুরে বাদকুল্লা স্টেশনে উদ্দেশ্যহীনভাবে একসঙ্গে পাঁচ নাবালক-নাবালিকা ঘুরে বেড়াচ্ছিল । স্থানীয় বাসিন্দাদের দেখে সন্দেহ হয় । ঘুরে বেড়ানোর কারণ ও তাদের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করা হয় । কথাবার্তা অসংলগ্ন ঠেকতেই খবর দেওয়া হয় তাহিরপুর থানায় । তাহেরপুর থানার পুলিশ গিয়ে পাঁচজনকে উদ্ধার করে । প্রশাসনের পক্ষ থেকে খবর দেওয়া হয় চাইল্ড লাইনে । আজ সকালে চাইল্ড লাইনের পক্ষ থেকে এসে তাহেরপুর থানা থেকে পাঁচ জনকে উদ্ধার করে হোমে নিয়ে যাওয়া হয়েছে ।

পাঁচজনের বয়স আনুমানিক 9 থেকে 12 বছরের মধ্যে । তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে প্রত্যেকের বাড়ি নদিয়ার বিভিন্ন জায়গায় । তবে কী কারণে তারা একসঙ্গে সেখানে ঘুরে বেড়াচ্ছিল তা এখনও স্পষ্ট জানা যায়নি । নদিয়া চাইল্ড লাইনের পক্ষ থেকে দেবব্রত কর্মকার বলেন, "আপাতত পাঁচজনকে উদ্ধার করে হোমে রাখার ব্যবস্থা করা হবে । এরপর তাদের পরিচয় সম্পর্কে তদন্ত শুরু করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে ।"

Last Updated : Aug 22, 2020, 3:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details