নদিয়া, 5 জুন : গ্যাস সিলিন্ডার লিক করে গোটা বাড়ি আগুনে পুড়ে গেল। আগুন দ্রুত ছড়ায় পাশের দুটি দোকানেও ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক লাখ। কোনওরকমে বাড়ি থেকে বের হয়ে জীবন বাঁচিয়েছেন পরিবারের সদস্যরা। নদিয়ার নবদ্বীপের ঘটনা ৷
গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল বাড়ি-দোকান - নদিয়া
গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ৷ পুড়ল নবদ্বীপ থানার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধনঞ্জয় সাহার বাড়ি ৷ সেখান থেকে আগুন লাগে পাশের দুটি দোকানেও ৷
![গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল বাড়ি-দোকান nadia](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7482038-548-7482038-1591336875162.jpg)
নবদ্বীপ থানার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধনঞ্জয় সাহা। তাঁর পরিবারের সদস্যরা বৃহস্পতিবার যখন রান্না করতে যান তখনই সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন ধরে যায়। এরপরেই আতঙ্কিত হয়ে পরিবারের সকলে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন। নিমেষের মধ্যেই আগুন বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় পাশের দুটি দোকানও ৷ চিৎকার-চেঁচামেচি হতেই এলাকার বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাড়ি সহ দোকানের দামি আসবাবপত্র , বিভিন্ন নথিপত্র এবং টাকাপয়সা পুড়ে গেছে।
একেই লকডাউন চলছে। উপরন্তু, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ। কোনও রকমে দিন কাটছে ধনঞ্জয় সাহার পরিবারের । কিন্তু আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ায় এখন কীভাবে নতুন করে ঘর বানাবেন আর সংসার চালাবেন তা বুঝে উঠতে পারছেন না তিনি। একই হাল ভস্মীভূত হয়ে যাওয়া দুটি দোকানের মালিকেরও ৷