কল্যাণী, 1 ফেব্রুয়ারি: শীতের রাতে নদিয়ার কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে লাগল আগুন (Fire breaks out in kalyani JNM hospital) ৷ মঙ্গলবার রাতে জেএনএম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ড থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ৷ ঘটনায় আতঙ্ক ছড়ায় রোগী, রোগীর পরিবার ও হাসপাতাল কর্মীদের মধ্যে ৷ আগুন ছড়িয়ে পড়তেই নিমেষে গোটা হাসপাতাল ধোঁয়ায় ভরে যায় । বন্ধ হয়ে যায় জরুরী বিভাগ-সহ একাধিক বিভাগের পরিষেবা । তবে আইসোলেশন বিভাগে রোগীর সংখ্যা কম থাকায় প্রাণহানির মতো ঘটনা এড়ানো গিয়েছে ৷
এরপর খবর দেওয়া হয় কল্যাণী থানা এবং দমকলে । দমকলের দুটি ইঞ্জিনের সহায়তায় কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে । এই বিষয়ে হাসপাতালের সুপার অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "আগুন লাগার কারণে কিছুক্ষণের জন্য জরুরী পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ তবে খুব শীঘ্রই পরিষেবা আবার চালু করা হবে । আইসোলেশন ওয়ার্ডে মাত্র একজন রোগী থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷" কী কারণে এই আগুন তা খতিয়ে দেখছে দমকল ৷