পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

JNM Hospital Fire : কল্যাণীর জেএনএম হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে আগুন - কল্যাণী জেএনএম হাসপাতাল আগুন

দমকল বাহিনীর চেষ্টায় হাসপাতালের (JNM Hospital Fire) আগুন নিয়ন্ত্রণে আসে ৷

JNM Hospital Fire
কল্যাণীর জেএনএম হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন

By

Published : Feb 1, 2022, 10:59 PM IST

Updated : Feb 1, 2022, 11:05 PM IST

কল্যাণী, 1 ফেব্রুয়ারি: শীতের রাতে নদিয়ার কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে লাগল আগুন (Fire breaks out in kalyani JNM hospital) ৷ মঙ্গলবার রাতে জেএনএম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ড থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ৷ ঘটনায় আতঙ্ক ছড়ায় রোগী, রোগীর পরিবার ও হাসপাতাল কর্মীদের মধ্যে ৷ আগুন ছড়িয়ে পড়তেই নিমেষে গোটা হাসপাতাল ধোঁয়ায় ভরে যায় । বন্ধ হয়ে যায় জরুরী বিভাগ-সহ একাধিক বিভাগের পরিষেবা । তবে আইসোলেশন বিভাগে রোগীর সংখ্যা কম থাকায় প্রাণহানির মতো ঘটনা এড়ানো গিয়েছে ৷

এরপর খবর দেওয়া হয় কল্যাণী থানা এবং দমকলে । দমকলের দুটি ইঞ্জিনের সহায়তায় কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে । এই বিষয়ে হাসপাতালের সুপার অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "আগুন লাগার কারণে কিছুক্ষণের জন্য জরুরী পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ তবে খুব শীঘ্রই পরিষেবা আবার চালু করা হবে । আইসোলেশন ওয়ার্ডে মাত্র একজন রোগী থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷" কী কারণে এই আগুন তা খতিয়ে দেখছে দমকল ৷

কল্যাণীর জেএনএম হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে আগুন

আরও পড়ুন : যশের ধাক্কায় লন্ডভন্ড স্কুল, বামনখালি উচ্চ বিদ্য়ালয়ে ক্লাস চালু নিয়ে অনিশ্চয়তা

কয়েকদিন আগেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লেগে মৃত্যু হয় এক রোগিণীর ৷ বেডে শুয়েই মৃত্যু হয় তাঁর ৷ যা নিয়ে ব্যপক সমালোচনার মুখে পড়েছে রাজ্যের হাসপাতালগুলির পরিকাঠামো ৷ তার মধ্যে ফের একবার হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লাগার ঘটনা সামনে এল ৷

Last Updated : Feb 1, 2022, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details