কৃষ্ণনগর, 9 জানুয়ারি : অ্যাম্বুলেন্স বিতর্কে দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। গত 6 জানুয়ারি নদিয়ার উত্তরের BJP সংগঠনের পক্ষ থেকে কৃষ্ণনগরে CAA -র সমর্থনে একটি মিছিল ও প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
অ্যাম্বুলেন্স বিতর্কে দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ - অ্যাম্বুলেন্স বিতর্কে দিলীপ ঘোষ
অ্যাম্বুলেন্স বিতর্কে দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ৷ রোগিণীর পরিবারের তরফ থেকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
তিনি কৃষ্ণনগরে একটি মিছিলে যোগ দিয়ে পরে প্রকাশ্যে মঞ্চে যখন বক্তব্য রাখছেন তখন ওই রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স যায়। দিলীপ ঘোষ প্রকাশ্য সভায় সেই অ্যাম্বুলেন্সটি ঘুরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। এটি বিরোধীদের চক্রান্ত হিসেবে অভিযোগ করেন। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়।
সূত্রের খবর, ওই অ্যাম্বুলেন্সে প্রসূতি রোগী ছিলেন । প্রশাসনিক সূত্রে খবর, 7 তারিখ সন্ধ্যা বেলায় প্রসূতি মঞ্জিরা বিবির পরিবারের তরফ থেকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ওই প্রসূতি মনজুরা বিবির বাড়ি নদিয়ার ধুবুলিয়া থানা এলাকায়।