পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Krishnanagar Collegiate School Corruption : স্কুলের মধ্যেই হাতাহাতি দুই শিক্ষকের

হাতাহাতিতে জড়ালেন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এবং ভূগোল শিক্ষক (Fight Between Two Teachers in Krishnanagar Collegiate School) ৷ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অবস্থান বিক্ষোভ করছিলেন ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার (Corruption Charges Against Head Master of Krishnanagar Collegiate School) ৷ সেই অবস্থান বিক্ষোভের মাঝেই ভূগোল শিক্ষক এবং প্রধান শিক্ষকের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ ৷

fight-between-two-teachers-in-krishnanagar-collegiate-school
fight-between-two-teachers-in-krishnanagar-collegiate-school

By

Published : Feb 2, 2022, 3:55 PM IST

Updated : Feb 2, 2022, 4:13 PM IST

কৃষ্ণনগর, 2 ফেব্রুয়ারি : সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মরামারি করছেন প্রধান শিক্ষক এবং ভূগোল শিক্ষক (Fight Between Two Teachers in Krishnanagar Collegiate School) ৷ এমনই নক্কারজনক দৃশ্য দেখা গেল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ৷ স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ ৷ এমনকি তাঁর বিরুদ্ধে মুখ খুললে বদলি-সহ নানান ধরনের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ৷ এ দিন প্রধান শিক্ষকের বিরুদ্ধে তেমনি একটি অভিযোগে অবস্থান বিক্ষোভ করছিলেন ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার ৷

অভিযোগ স্কুলের তহবিল-সহ নানান বিষয়ে দুর্নীতি করেছেন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস (Corruption Charges Against Head Master of Krishnanagar Collegiate School) ৷ আর তাঁর বিরুদ্ধে স্কুলের কোনও শিক্ষক বা শিক্ষিকা প্রতিবাদ করলে, তাঁদের হুমকি দেওয়া হয় ৷ তাঁদের প্রয়োজনীয় কাগজপত্রও আটকে রাখার অভিযোগ রয়েছে ৷ ভূগোল শিক্ষক নিমাই মজুমদার অভিযোগ করেছেন, তিনি অনেকদিন ধরে তাঁর কিছু প্রয়োজনীয় কাগজপত্র চাইছিলেন প্রধান শিক্ষকের কাছে ৷ অভিযোগ তিনি সেই কাগজপত্র আটকে রেখেছেন ৷

আরও পড়ুন : Teachers are in protest : আগামী মাসে স্কুল খুলবে, সরকার চাইলে গ্রেফতার করুক, হুঁশিয়ারি শিক্ষকদের

আজ তারই প্রতিবাদে প্রধান শিক্ষকের অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে বসেন নিমাই মজুমদার ৷ অবস্থান বিক্ষোভ চলাকালীন প্রধান শিক্ষক সাংবাদিকদের সামনে নিমাই মজুমদারের বিরুদ্ধে স্কুলের অন্য শিক্ষককে জুতো মারার অভিযোগ করেন ৷ তখনই প্রধান শিক্ষকের উপর চড়াও হন ভূগোল শিক্ষক ৷ পাল্টা প্রধান শিক্ষক মনোরঞ্জ বিশ্বাস তাঁকে মারতে শুরু করেন ৷ সেই সময় স্কুলের অন্যান্য স্টাফরা তাঁদের দু’জনকে সরিয়ে নিয়ে যায় ৷ পরে নিমাই মজুমদার অবস্থান বিক্ষোভ তুলে নিয়ে স্কুল ছেড়ে বেরিয়ে যান ৷ যদিও, দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলছে ৷ এমনকি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মনোরঞ্জন বিশ্বাস ৷ এর স্বপক্ষে তাঁর কাছে প্রমাণও রয়েছে বলে সংবাদমাধ্যমে দাবি করেছেন তিনি ৷

Last Updated : Feb 2, 2022, 4:13 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details