নবদ্বীপ, 24 মে :প্রশাসনিক ভাবে এখনও পর্যন্ত লিখিত আকারে কোনও নির্দেশিকা না পেলেও শুধুমাত্র সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে ও স্থানীয় পুলিশ প্রশাসনের অনুরোধে সোমবার সকাল থেকে টানা চার দিন, অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত নবদ্বীপের ভাগীরথী নদীতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ঘাট কর্তৃপক্ষ ৷
নবদ্বীপের বড়াল ঘাট সংলগ্ন এই ফেরিঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করেন মায়াপুর ও স্বরূপগঞ্জে ৷ ঘাট পরিষেবা বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবেই এই ক’দিন সমস্যার সম্মুখীন হবেন তাঁরা ৷ তবুও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই পরিষেবা বন্ধ রখতে বাধ্য হয়েছে ঘাট কর্তৃপক্ষ ৷ সোমবার তেমনটাই জানিয়েছেন নবদ্বীপ জলপথ পরিবহণ সমিতির সম্পাদক গোপাল দাস ৷