পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবদ্বীপে কাজ হারিয়ে আত্মহত্যা ব্য়ক্তির - কৃষক আত্মহত্যা

লকডাউনের কারণে কাজ হারিয়েছিলেন নবদ্বীপের বাসিন্দা বছর 42-এর রামকৃষ্ণ দত্ত ৷ তিনি দিনমজুরের কাজ করতেন ৷ কাজ হরিয়ে দীর্ঘদিন অবসাদে ভুগতে থাকেন ৷ এরপর গতকাল আত্মহত্যা করেন তিনি ৷

ছবি
ছবি

By

Published : Nov 1, 2020, 9:42 PM IST

নবদ্বীপ, 1 নভেম্বর : কাজ হারিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি ৷ মৃতের নাম রামকৃষ্ণ দত্ত (42) ৷ ঘটনাস্থান নদিয়ার নবদ্বীপ থানা এলাকা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রামকৃষ্ণ বাবুর অল্প কিছু চাষের জমি রয়েছে ৷ পাশাপাশি তিনি দিনমজুরের কাজ করতেন ৷ সংসারের একমাত্র রোজগেরে বলতে তিনি ছিলেন ৷ দীর্ঘদিন লকডাউনের কারণে রোজগার হচ্ছিল না সেভাবে ৷ কাজও হারিয়েছিলেন তিনি ৷ যার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ৷ এরপর গতকাল কীটনাশক খেয়ে আত্মঘাতী হন তিনি ৷

অভাবের জেরে কৃষক আত্মহত্যা নবদ্বীপে

রাতে তাঁর বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে সেখানে স্থানীয় বাসিন্দারা আসেন ৷ বাড়িতে এসে দেখেন মেঝেতে পড়ে রয়েছেন রামকৃষ্ণ দত্ত ৷ তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নবদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details