বিজেপি বিধায়কের বাড়িতে বোমাবাজি রাণাঘাট, 26 জুন:নির্বাচনের দিন ঘোষণার পরেই রাজ্যজুড়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে ৷ প্রায়দিনই একাধিক জায়গায় বোমাবাজির ঘটনা ঘটছে ৷ রবিরার নদিয়ার রানাঘাটের দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিধায়কের ভাই এবং বাবা । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা ।
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে হঠাৎ বোমা বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া যায় ৷ খোঁজ নিয়ে জানা যায় মুকুটমণি অধিকারীর বাড়ি এবং আশপাশের বেশ কিছু বাড়িতে বোমাবাজি হয়। বোমার আঘাতে গুরুতর জখম হন মুকুটমণি অধিকারীর ভাই অনুপম অধিকারী এবং তার বাবা ভূপাল অধিকারী ।
এ বিষয়ে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী বলেন, "গতকাল রাতে বেশ কিছু দুষ্কৃতী একাধিক বিস্ফোরণ ঘটায় । বোমার আঘাতে জখম হন আমার ভাই এবং বাবা ৷ আরও এক বিজেপি নেতাও আহত হয়েছেন।" এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত রয়েছেন বলেও দাবি তাঁর ৷ পাশাপাশি তিনি আরও জানান, কৃষ্ণগঞ্জ থানার আইসি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়েছিলেন ৷ তারপরেই এই সন্ত্রাসের ঘটনা ঘটে গেল ৷ শাসকদল আশ্রিত গুন্ডারা এই কাজ করেছেন বলে সরাসরি অভিযোগ তাঁর ৷ ঘটনার পরেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কৃষ্ণগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখান বিরোধীরা ৷
আরও পড়ুন:মুর্শিদাবাদে খুন কংগ্রেস কর্মী! তবু উৎসবের আবহেই হবে পঞ্চায়েত ভোট; দাবি কৃষ্ণ কল্যাণীর
পঞ্চয়েত নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী ৷ কেন্দ্রীয় বাহিনীর আসার পরেও সন্ত্রাসের ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন থেকে এখনও পর্যন্ত রাজ্যে বিরোধীদলের কর্মীদের উপর প্রায়শই আক্রমণের ঘটনা ঘটছে ৷ সিপিএম, বিজেপি কর্মী খুনের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে ৷