গাংনাপুর (নদিয়া), 19 ডিসেম্বর : সাধারণ মানুষের থেকে কয়েক কোটি টাকা প্রতারণা করে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিজেপির এসসি মোর্চার নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি অমিতোষ বসুর বিরুদ্ধে (Ex BJP leader frauds money of villagers in Gangnapur of Nadia and flees away) । এই ঘটনায় ইতিমধ্যে গাংনাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপিরই আরেক নেতা । তবে এক মাস কেটে গেলেও হদিশ মেলেনি ওই নেতার । ঘটনা সামনে আসার পরই অমিতোষের সঙ্গে দূরত্ব বাড়াতে সক্রিয় হয়েছে বিজেপি নেতৃত্ব ।
নদিয়ার গাংনাপুর থানার ঘোলার বাসিন্দা অমিতোষ বসু মাস কয়েক আগে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার এসসি মোর্চার সভাপতি নিযুক্ত হন । তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে । গাংনাপুর, ধানতলা এবং আশপাশের কিছু এলাকার বাসিন্দাদের থেকে তিনি টাকা তুলছিলেন । নিজে একটি সমিতি তৈরি করে গ্রামের মানুষদের সেখানে দৈনিক সঞ্চয়ের সুযোগ দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন প্রাক্তন বিজেপি নেতা । পরে বেশি অঙ্কের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেই টাকা আর ফেরত দেননি বলে অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা ।
আরও পড়ুন : Money fraud in Ranaghat : রানাঘাট পৌরসভার প্রশাসকের নাম করে প্রতারণা
সপ্তাহ দুয়েক আগে পায়রাডাঙার বাসিন্দা বিজেপির প্রাক্তন অফিস সম্পাদক ও এসসি মোর্চার নেতা সুভাষ বিশ্বাস গাংনাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অমিতোষের বিরুদ্ধে । তাঁর অভিযোগ, একটি সমিতি তৈরি করে অমিতোষ সঞ্চয়ের নামে বহু লোকের থেকে কয়েক কোটি টাকা তুলেছে । বহু গরিব মানুষ তাকে বিশ্বাস করে সর্বস্বান্ত হয়েছেন । সুভাষের কাছ থেকে ঋণের নাম করে আট লক্ষ টাকা নিয়েছে । তবে সেই টাকা আর ফেরত দেয়নি । নভেম্বর মাসে অমিতোষের কাছে টাকা চাইলে সে সকলকে বলে ব্যাঙ্ক থেকে টাকা তুলে সবাইকে দেবে । এরপরই বাড়ি ছেড়ে সপরিবার পালিয়ে যায় অমিতোষ বসু । তার বাড়িতে তালা ঝুলছে বলে পুলিশকে জানিয়েছে প্রতারিত গ্রামবাসী ৷