শান্তিপুর, 19 এপ্রিল : 24 ঘণ্টা পেরিয়ে গেলেও করোনা রোগীর মৃতদেহ পড়ে থাকল হাসপাতালেই ৷ আতঙ্কে চিকিৎসা না করিয়েই হাসপাতাল থেকে রোগীদের নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তাঁদের আত্মীয়রা ৷ এদিকে, সবকিছু জানার পরও উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ জেলা স্বাস্থ্য দফতরের উপর দায় চাপিয়েই হাত ধুয়ে ফেলছে তারা ৷ নদিয়ার শান্তিপুরের ঘটনায় ক্ষুব্ধ রোগী ও তাঁদের আত্মীয়রা ৷
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই করোনা আক্রান্ত এক রোগীর মৃতদেহ হাসপাতালে অ্যাম্বুল্যান্সে পড়ে রয়েছে ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ৷ অভিযোগ, করোনা আক্রান্তের মৃতদেহ থাকায় চালকরা কেউই নাকি ওই অ্য়াম্বুল্যান্স চালাতে রাজি হননি ৷ সেই কারণেই মৃতদেহ হাসপাতাল থেকে সরানো যায়নি ৷