শান্তিপুর, 24 অগাস্ট : গঙ্গার পাড় ফের ভাঙছে ৷ গঙ্গাবক্ষে ইতিমধ্যে তলিয়ে গেছে নদিয়ার হরিপুর গ্রাম পঞ্চায়েত, গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর ও নৃসিংহপুর চৌধুরি গ্রাম পঞ্চায়েতের বিঘা বিঘা চাষের জমি, ঘরবাড়ি ৷ গতকাল রাতে শান্তিপুর থানার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া এলাকার বিঘা সাতেক আমবাগান তলিয়ে গেল গঙ্গাবক্ষে ৷ আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের ৷ এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কেউ ঘটনাস্থান পরিদর্শনে আসেনি ৷ এনিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷
স্থানীয়দের বক্তব্য, প্রতিবছর বর্ষায় গঙ্গায় জলস্তর বেড়ে যায় ৷ যার জেরে পাড়ে ভাঙন শুরু হয় ৷ সমস্যায় পড়তে হয় নদীর পাড় সংলগ্ন এলাকার বাসিন্দাদের ৷ তবে এই ভাঙন প্রথম নয় ৷ এর আগেও তলিয়ে গেছে একাধিক পাড় ৷ কয়েক মাস আগেই ওই এলাকায় পরিদর্শনে এসেছিলেন জেলা শাসক বিভু গোয়েল, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডুসহ সেচ দপ্তরের প্রতিনিধিরা ৷ তারা ঘটনাস্থান পরিদর্শন করে ভাঙন রোধ করার কাজ শুরু হবে বলে আশ্বাস দেন ৷ সেই মতো বেশকিছু বালির বস্তা দিয়ে ভাঙন রোধের চেষ্টা করা হয় ৷ কিন্তু বর্ষার ফলে গঙ্গার জলের গতি বেড়ে যাওয়ার কারণে তা ভেঙে তলিয়ে যায় ৷