শান্তিপুর, 5 এপ্রিল : নদিয়ার শান্তিপুরে গঙ্গা ভাঙ্গন অব্যাহত ৷ রবিবার গভীর রাতে নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী ৷ বালির বস্তা ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা সেচ দফতরের ৷ বারবার এমন ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ৷
রবিবার গভীর রাতে নদিয়ার শান্তিপুর ব্লকের বিহারিয়া মঠপাড়া এলাকায় হঠাৎই গঙ্গার ভাঙ্গন শুরু হয় ৷ বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে যায় গঙ্গা বক্ষে ৷ আতঙ্কে রাতের ঘুম ছুটে যায় গঙ্গার তীরবর্তী এলাকার সাধারণ মানুষের ৷
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও একাধিকবার এই এলাকায় গঙ্গা ভাঙ্গনে বিঘা বিঘা চাষের জমি চলে তলিয়ে গিয়েছে নদীতে ৷ প্রশাসনকে বারবার লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও স্থায়ীভাবে ভাঙ্গন রোধ করতে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ আর তার ফলেই রবিবার রাত থেকে ফের ভাঙন শুরু হয় ৷
ভাঙন সমস্য়ার স্থায়ী সমাধান চান স্থানীয় বাসিন্দারা ৷ আরও পড়ুন :মালদায় নদী-ভাঙন, মেলেনি কোনও স্থায়ী সমাধান
সোমবার সকালে সেচ দফতরের পক্ষ থেকে নৌকা করে বালির বস্তা ফেলা হয় গঙ্গার ভাঙন কবলিত অংশে ৷ তবে তাতে কাজের কাজ কিছু হবে বলে মনে করেন না ভুক্তভোগীরা ৷ তাঁদের দাবি, সমস্য়ার স্থায়ী সমাধান ৷