নদিয়া, 16 ফেব্রুয়ারি : নদিয়ার চাকদায় বেআইনিভাবে পুকুর ভরাট এবং গাছ কাটার অভিযোগ উঠেছিল । তারই প্রতিবাদ করতে গিয়ে জখম হলেন কবি মন্দাক্রান্তা সেন, কলকাতা হাইকোর্টের কয়েকজন আইনজীবী সহ সমাজকর্মীরা । পুলিশের সামনেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ । তাঁদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে।
সমাজকর্মীদের অভিযোগ, চাকদা থানার তাতলা এলাকার একটি পুকুর বেআইনিভাবে ভরাট করছিল স্থানীয় একটি ক্লাবের সদস্য ও কয়েকজন তৃণমূল নেতা । গাছও কেটে ফেলা হয়েছে । খবর পেয়ে আজ সেখানে যান আইনজীবীসহ কয়েকজন পরিবেশ কর্মী । গাছ কাটার আপত্তি জানান তিনি । স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে গাছ কাটা বন্ধ করতে বলেন । এরপরই তৃণমূল নেতা-কর্মীরা তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। জখম হন কয়েকজন ।