রানাঘাট, 14 জুলাই : জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইকে খুনের অভিযোগ উঠল দাদা ও তার ছেলের বিরুদ্ধে ৷ ভাইয়ের নাম বিশ্বনাথ বিশ্বাস (42) ৷ ঘটনাটি নদিয়ার রানাঘাট এলাকার ৷
জমি সংক্রান্ত বিবাদ, ভাইকে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে - জমি সংক্রান্ত বিবাদ
জমি সংক্রান্ত বিবাদের কারণে নদিয়ার রানাঘাটে ভাইকে খুনের অভিযোগ উঠল দাদা ও তার ছেলের বিরুদ্ধে ৷ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার ৷ যদিও, এখনও কেউ গ্রেপ্তার হয়নি ৷
রানাঘাট থানার জিরাট পাড়ার বাসিন্দা বিশ্বনাথ বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিবাদ চলছিল দাদা বাপি বিশ্বাসের সঙ্গে । বিশ্বনাথ বাবুর দাবি করেছিলেন, নিজের নামে কোনও জমি না থাকার কারণে ইলেকট্রিক সংযোগ এবং সরকারি আবাস যোজনার ঘর থেকে তিনি বঞ্চিত হচ্ছেন । নিজের বাসস্থানের কোনও প্রমাণপত্র না থাকার কারণে বিভিন্ন সরকারি সাহায্যও পাচ্ছিলেন না তিনি । যার কারণে রবিবার রাতে বিশ্বনাথ বাবু তাঁর বসত জমি নিজের নামে লিখে দিতে বলেন দাদা বাপিকে ৷ এই ঘটনার সূত্র ধরে দাদা ও ভাইয়ের মধ্যে বচসা বাধে ৷ অভিযোগ, সেই সময় বাপি ও তার ছেলে উজ্জ্বল শাবল ও কোদাল দিয়ে বিশ্বনাথ বাবুকে মারধর করে ।
তাঁর চিৎকার শুনে ঘটনাস্থানে আসে স্থানীয়রা ৷ আশঙ্কাজনক অবস্থায় বিশ্বনাথবাবুকে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয় । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনায় দাদা বাপি বিশ্বাস ও তার ছেলে উজ্জ্বল বিশ্বাসের নামে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও অভিযুক্তরা এখনও কেউ ধরা পড়েনি ।