নদিয়া, 27 মার্চ : উনুন থেকে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল পরপর 8 টি বাড়ি ৷ নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার চৌগাছার ঘটনা ৷ আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হলেন এক মহিলা ৷ ঘটনায় দু’টি ছাগল আগুন পুড়ে মারা গিয়েছে ৷ দু’টি বাইকও আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷
জানা গিয়েছে, শনিবার সকালে নদিয়ার কৃষ্ণগঞ্জের চৌগাছায় পাটকাঠি জ্বালিয়ে রান্না করছিলেন পুষ্প বিশ্বাস নামে এক মহিলা ৷ হঠাৎই কোনওভাবে ঘরে আগুন লেগে যায় ৷ সেই আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে যান তিনি ৷ আগুন জ্বলতে দেখে আশেপাশের বাড়ি থেকে লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখান থেকে তাঁকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷