পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চলছে না ট্রেন, বিভিন্ন রুটে 8টি বাস চালু কৃষ্ণনগর থেকে - কৃষ্ণনগর

চলছে না ট্রেন ৷ এই পরিস্থিতিতে বাসে ভরসা রাখতে হচ্ছে যাত্রীদের ৷ এই পরিস্থিতিতে বাসেও যাতে ভিড় না হয় সেকারণে 8টি নতুন বাস চালু করা হল কৃষ্ণনগর থেকে ৷

Eight buses inaugurated by SBSTC
আটটি বাস উদ্বোধন দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার

By

Published : Jun 12, 2020, 2:23 PM IST

কৃষ্ণনগর, 12 জুন : নতুন আটটি বাসের উদ্বোধন হল নদিয়া প্রশাসন এবং রাজ্য সরকারের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে । শুক্রবার নদিয়ার কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে উদ্বোধন করা হয় বাসগুলি । উপস্থিত ছিলেন নদিয়া জেলার জেলাশাসক বিভু গোয়েল, কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার জ়াফর আজমল কিদোয়াই, জেলার সভাধিপতি রিক্তা কুণ্ডু, কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, ক্ষুদ্র কুটির শিল্প রত্নাকর ঘোষসহ জেলার অন্যান্য উচ্চ পদস্থ প্রশাসনের কর্তারা ।

জেলার প্রশাসনের কর্তারা জানায়, আজ উদ্বোধন হয় আটটি বাস । কৃষ্ণনগর থেকে বিভিন্ন রুটে এই বাস চালু করা হয়েছে । আজ থেকেই কয়েকটি রুটে বাস চলাচল শুরু হয়ে গিয়েছে । মূলত কোরোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন । আর সে কারণেই নতুন বাসের উদ্বোধন করা হয় ৷ ট্রেন চলছে না ৷ তাই এই বাসগুলি মানুষের সাহায্য করবে ৷

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, কৃষ্ণনগর থেকে বর্ধমান ভায়া হয়ে সাতগাছিয়া, দুর্গাপুর-রানাঘাট, দুর্গাপুর-শিকারপুর, বাঁকুড়া-কৃষ্ণনগর, পুরুলিয়া-কৃষ্ণনগর, দুর্গাপুর-কৃষ্ণনগর, এবং বর্ধমান থেকে কৃষ্ণনগর । এই রুটগুলিতেই নতুন বাসগুলি চলাচল করবে ।

জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানা যায়, গত 24 ঘণ্টায় নদিয়াতে কোরোনায় আক্রান্ত হয়েছেন 11 জন । প্রত্যেককেই নদিয়ার কল্যাণী কার্নিভাল কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে । এখনও পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 163 । মূলত পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরতে শুরু করার পর থেকেই সংক্রমণ বাড়ছে বলে খবর ।

ABOUT THE AUTHOR

...view details