কৃষ্ণনগর, 12 জুন : নতুন আটটি বাসের উদ্বোধন হল নদিয়া প্রশাসন এবং রাজ্য সরকারের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে । শুক্রবার নদিয়ার কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে উদ্বোধন করা হয় বাসগুলি । উপস্থিত ছিলেন নদিয়া জেলার জেলাশাসক বিভু গোয়েল, কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার জ়াফর আজমল কিদোয়াই, জেলার সভাধিপতি রিক্তা কুণ্ডু, কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, ক্ষুদ্র কুটির শিল্প রত্নাকর ঘোষসহ জেলার অন্যান্য উচ্চ পদস্থ প্রশাসনের কর্তারা ।
জেলার প্রশাসনের কর্তারা জানায়, আজ উদ্বোধন হয় আটটি বাস । কৃষ্ণনগর থেকে বিভিন্ন রুটে এই বাস চালু করা হয়েছে । আজ থেকেই কয়েকটি রুটে বাস চলাচল শুরু হয়ে গিয়েছে । মূলত কোরোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন । আর সে কারণেই নতুন বাসের উদ্বোধন করা হয় ৷ ট্রেন চলছে না ৷ তাই এই বাসগুলি মানুষের সাহায্য করবে ৷