পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যশের তাণ্ডবে গঙ্গায় ভাঙন, শান্তিপুরে তলিয়ে গেল কয়েক বিঘা জমি - erosion of ganges in shantipur

একদিকে কার্যত লকডাউন ৷ অন্যদিকে যশের প্রভাব ৷ গঙ্গার ভাঙনে শান্তিপুরে তলিয়ে গেল আনুমানিক পাঁচ বিঘা চাষের জমি ৷ জমিহারাদের অভিযোগ, প্রশাসনের কর্তারা বারবার আসেন, আশ্বাস দিয়ে যান ৷ কিন্তু কোনও কাজের কাজ হয় না ৷

শান্তিপুরে তলিয়ে গেল বিঘা বিঘা জমি
শান্তিপুরে তলিয়ে গেল বিঘা বিঘা জমি

By

Published : May 27, 2021, 3:42 PM IST

শান্তিপুর, 27 মে : একদিকে যশের তাণ্ডব, অন্যদিকে পূর্ণিমার ভরা কোটাল ৷ এই দুইয়ের কারণে স্বাভাবিকভাবেই বেড়েছে গঙ্গার জলস্তর ৷ সেই গঙ্গার ভাঙনে তলিয়ে গেল আনুমানিক পাঁচ বিঘা চাষের জমি ৷ জলস্তর এতটাই বেড়ে গিয়েছিল যে প্রাণের ভয়ে ঘরছড়া হয়েছেন প্রায় 80 থেকে 90টি পরিবার ৷ নদিয়ার শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ গঙ্গার এই ভাঙনের জন্য স্থানীয়রা দায় চাপিয়েছেন প্রশাসনের উপরই ৷

গতকাল সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত ৷ তার জেরে সবথেকে বেশি ক্ষতি হয়েছে উপকূলবর্তী এলাকাগুলি ৷ অন্যদিকে গঙ্গায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় একাধিক জেলায় জলের তোড়ে ভেসে গিয়েছে বহু চাষযোগ্য জমি ৷ সর্বস্বান্ত হয়েছেন চাষিরা ৷ ক্ষতি হয়েছে লাখ টাকার ফসল ৷ যদিও শান্তিপুরবাসীর কাছে গঙ্গার ভাঙনে জমি তলিয়ে যাওয়া নতুন নয় ৷ কিন্তু গতকাল যশের প্রভাবে যে হারে গঙ্গার জলস্তর বেড়েছে তাতে যে কেবল চাষের জমি তলিয়ে গিয়েছে তা নয়, রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যেও ৷ ঘরছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তাঁরা ৷

শান্তিপুরে তলিয়ে গেল কয়েক বিঘা জমি

একদিকে লকডাউন ৷ অন্যদিকে যশের প্রভাব ৷ সব মিলিয়ে না খেতে পেয়ে দিন গুজরানের আশঙ্কায় কাটাচ্ছেন তাঁরা ৷ যদিও গঙ্গার পাড় না বাঁধানো নিয়ে স্থানীয় প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা ৷ তাঁদের অভিযোগ, প্রশাসনের কর্তারা বারবার আসেন, আশ্বাস দিয়ে যান ৷ কিন্তু কোনও কাজের কাজ হয় না ৷

আরও পড়ুন :নিউ ব্যারাকপুরে গেঞ্জি কারখানায় আগুন, 4 কর্মীর আটকে পড়ার আশঙ্কা

ABOUT THE AUTHOR

...view details