মায়াপুর, 8 জুলাই: করোনা প্যানডেমিকের কারণে এই বছর বাতিল করা হয়েছে একাধিক উৎসব-অনুষ্ঠান । কোথায় আবার উৎসব-অনুষ্ঠান পালন করা হচ্ছে অনাড়ম্বরভাবে । একই কারণে রথযাত্রা উৎসব অনাড়ম্বরভাবে পালন করার সিদ্ধান্ত নিল নদিয়ার মায়াপুর ইসকন মন্দির কর্তৃপক্ষ । জগন্নাথদেবের রথযাত্রার দিন কোনও দর্শনার্থী সকাল থেকে বিকাল চারটে পর্যন্ত মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না । চারটের পর স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র জগন্নাথ দেবকে দর্শনের জন্য।
রথের দিন সাধারণ ভক্তবৃন্দরা যাতে মন্দির প্রাঙ্গণে জমায়েত না করেন সেই কারণে বিভিন্ন এলাকায় বিশেষ পোস্টারিংয়ের মাধ্যমে আগাম বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ইসকন মন্দির কর্তৃপক্ষ । অন্যান্য বছর বিশেষ এই দিনটিতে মায়াপুর পার্শ্ববর্তী রাজাপুর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সুসজ্জিত তিনটি রথে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে ইসকন মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছায় । রথের দড়ি স্পর্শ করে পূণ্য লাভের আশায় দেশ-বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থীরা ছুটে আসেন মায়াপুরে । এছাড়াও রথযাত্রা উপলক্ষে মায়াপুর এলাকার বিভিন্ন জায়গায় মেলা বসে । কিন্তু এই বছর বর্তমান করোনা প্যানডেমিকের কারণে সর্বিক সুরক্ষার দিকে নজর রেখে ও সরকারি স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে সবরকম অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসকন কর্তৃপক্ষ ।