শান্তিপুর , 5 নভেম্বর: শোভাযাত্রা চলাকালীন পুলিশের সামনেই শ্রমিকের পিঠে ছুরি গেঁথে দিল এক মদ্যপ রাজমিস্ত্রি (Drunken Mason Stabs Worker) ৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরে ৷ আহত রাজমিস্ত্রির নাম গৌতম মাহাতো ৷ রাজপুত লেনের বাসিন্দা তিনি ৷
জানা গিয়েছে, শুক্রবার সুত্রাগড় অঞ্চলের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার শুরু থেকেই ছিল ভিড় । এর মাঝে জলের ট্যাঙ্কি মোড় এলাকায় রাজপুত পাড়া নটরাজ ঠাকুরের সঙ্গে বেরোনো গৌতম মাহাতো হঠাৎই ছুরিবিদ্ধ হন ৷ পুলিশকর্মীর সামনেই এই ঘটনা ঘটে ।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী বারোয়ারী পুজোর সদস্য সুজয় মাহাতো জানান, জলের ট্যাঙ্কি মোড় এলাকায় চুনরিপাড়ায় তাদের ঠাকুর দাঁড়িয়ে ছিল ৷ সেই সময় ওই এলাকার রিণ্টু ঘোষ হঠাৎই ছুরি নিয়ে গেঁথে দেয় গৌতমের পিঠে । তবে তাদের মধ্যে পুরনো কোনও বিবাদ ছিল কি না, তা তাঁর জানা নেই বলে জানান । বারোয়ারি পুজোর অপর এক সদস্য নিতাই বিশ্বাস জানান, রিণ্টু ও গৌতম মেঝেতে টাইলস বসানোর রাজমিস্ত্রির কাজ করেন ৷ দুজনের মধ্যে কী ঘটনা হয়েছে তা জানা যায়নি ৷ এলাকাবাসীর অভিযোগ, রিণ্টুর পরিবারের একজন থানায় সিভিকের কাজ করেন ৷ অপর একজনের থানার সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে । আর সেই প্রভাব খাটিয়ে পকেটে ছুরি নিয়ে ঘুরে বেড়ায় সবসময় রিণ্টু ।