পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদের আসরে বাধা, শান্তিপুরে আক্রান্ত বধূ - নদিয়া

মদ্যপানের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক গৃহবধূ ৷

nadia
শান্তিপুর

By

Published : May 11, 2020, 9:41 PM IST

শান্তিপুর , 11 মে :বাড়ির সামনে দিনের বেলায় বসা মদের আসরের প্রতিবাদ করায় নেশাগ্রস্তদের হাতে আক্রান্ত গৃহবধূ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকায়।

শান্তিপুর পুরসভার সূত্রাগড় এলাকার লংকা পাড়ার বাসিন্দা গুলমত শেখ ৷ অভিযোগ , তাঁর বাড়ির সামনে গত কয়েকদিন মদের আসর বসাচ্ছিল স্থানীয় কয়েকজন যুবক। অভিযোগ, রবিবার সকালেও পুনরায় সেই মদের আসর বসলে তার প্রতিবাদ করে গৃহবধূ শরিফা বিবি। এর পরই ওই গৃহবধূকে ব্যাপক মারধর করে ওই নেশাগ্রস্ত যুবকরা। পরে ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় তারা। আহত ওই বধূকে প্রতিবেশীরা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করেন।

ঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ করেছেন আক্রান্ত মহিলার স্বামী গুলমত শেখ। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পর্যন্ত এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা ।

ABOUT THE AUTHOR

...view details