শান্তিপুর, 30 জানুয়ারি : কন্যাসন্তান হওয়ায় গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ শ্বশুর-শাশুড়ি এবং বাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ৷ প্রাণ বাঁচাতে 9 মাসের শিশুকন্যাকে নিয়ে ঘরছাড়লেন ওই নির্যাতিতা (Fearing for life Woman Left Home With Child) ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় (Nadia Domestic violence) ৷ 9 মাসের সন্তানকে সঙ্গে নিয়ে পুলিশের দ্বারস্থ তিনি ৷
আড়াই বছর আগে ফুলিয়ায় স্থানীয় এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল ওই নির্যাতিতার মহিলার ৷ অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুর, শাশুড়ি এবং ননদ তাঁর উপর অত্যাচার করত ৷ তাঁর স্বামী প্রতিবাদ করলে, তাঁকেও মারধর করা হত বলে পুলিশে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা ৷ কিন্তু, 9 মাস আগে তাঁদের এক কন্যা সন্তান জন্ম নেয় ৷ আর তার পর থেকেই অত্যাচারের পরিমাণ বেড়ে যায় ৷ বিশেষ করে শাশুড়ি এবং ননদ তাঁকে বেশ কয়েকবার প্রাণে মারার চেষ্টাও করেছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি ৷