কৃষ্ণনগর, 6 ফেব্রুয়ারি : টিউমার অপারেশনে বড় সাফল্য পেলেন কৃষ্ণনগর সদর হাসপাতালের চিকিৎসকরা (Krishnanagar Sadar Hospital) ৷ অস্ত্রোপচার করে এক মহিলার জরায়ু থেকে 5 কেজি ওজনের টিউমার (tumor of 5 kg wait) বের করলেন তাঁরা ৷
নদিয়ার পলাশির বাসিন্দা প্রিয়া ঘোষ (৩২) । 6 মাস আগে তিনি প্রাথমিকভাবে পেটে ব্যথা অনুভব করেন । দিন কয়েক বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার পর পেটে ব্যথা না কমলে চিকিৎসকের দ্বারস্থ হন ওই গৃহবধূ ৷ বিভিন্ন শারীরিক পরীক্ষার পর জানা যায় তাঁর জরায়ুতে টিউমার রয়েছে ৷ সেটি অস্ত্রোপচার করে শরীর থেকে বের করতে হবে বলে জানান চিকিৎসক ৷