পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santipur Hospital: নেই ব্লাড ব্যাংক, জটিল অস্ত্রপ্রচারে সাফল্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে

এক অন্তঃসত্ত্বার জটিল অস্ত্রপ্রচার (Rare Surgery) করে নজির গড়ল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল (Santipur Hospital) ৷ ব্লাড ব্যাংক না থাকার সত্বেও চিকিৎসক পবিত্র বেপারীর তৎপরতায় বাঁচাল গর্ভবতীর প্রাণ ৷ রুগী বর্তমানে সুস্থ রয়েছেন ৷

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল
সফল অস্ত্রপ্রচার

By

Published : Jan 4, 2023, 11:48 AM IST

Updated : Jan 4, 2023, 12:01 PM IST

শান্তিপুর (নদিয়া), 4 জানুয়ারি:আবারও শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল সফলতা পেল জটিল অস্ত্রপ্রচারে (Rare Surgery) । অন্তঃসত্ত্বার জরায়ুতে না বেড়ে উঠে, পাশের ডিম্বনালীতে ভ্রুণ বেড়ে ওঠায় ঘটে বিপত্তি । করতে হয় অস্ত্রপ্রচার ৷ গাইনোকলজিস্ট চিকিৎসক পবিত্র বেপারী নিজেই রানাঘাট ব্লাড ব্যাংক থেকে রক্তের ব্যবস্থা করে এক ঘণ্টায় অস্ত্রপ্রচার করে বাঁচালেন গর্ভবতীর প্রাণ ।

জানা গিয়েছে, শান্তিপুর শহরের 14 নম্বর ওয়ার্ডের রাজাপুরের বাসিন্দা পেশায় তাঁত শ্রমিক আমির দফাদার ও তাঁর স্ত্রী দীপিকা বিবির তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে । সন্তানের বয়স 3 বছর । গত দু'মাস আগে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন দ্বিতীয় সন্তান নেওয়ার । এক মাস পেরোতেই পেটের যন্ত্রণা শুরু হয় । যা অত্যন্ত ভয়ংকর হয়ে ওঠে দ্বিতীয় মাসে । প্রচণ্ড যন্ত্রণা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে আসেন তাঁরা ৷ বেশ কয়েকরকম পরীক্ষা-নিরীক্ষা করা হয় ৷ এরপরই জানা যায় তাঁর জরায়ুর মাঝে সন্তান বৃদ্ধি না হয়ে, ডিম্বাশয়ের মধ্যে বৃদ্ধি হতে শুরু করেছে ৷ এর ফলেই এই প্রবল যন্ত্রণা ।

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Santipur State General Hospital) ব্লাড ব্যাংক নেই ৷ অস্ত্রপ্রচারটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ । রক্তের প্রয়োজন হতে পারে ৷ তখনই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের গাইনোকোলজিস্ট চিকিৎসক পবিত্র বেপারী অস্ত্রপ্রচারের দায়িত্ব নেন ৷ রানাঘাট ব্লাড ব্যাংক থেকে রক্তের ব্যবস্থা করেন তিনি ৷ এর আগেও দুবার এ ধরনের অস্ত্রপ্রচার করে সফল হয়েছেন এই চিকিৎসক ৷ এবারেও অস্ত্রপ্রচার করে সম্পূর্ণ বিপদ মুক্ত করা গিয়েছে রোগীকে ।

অস্ত্রপ্রচারের পর রোগীর পরিবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সমস্যা স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন । তাঁরা জানান, কলকাতায় বা অন্যান্য কোথাও গিয়ে চিকিৎসককে দেখানোর খরচ যোগাড় করা তাদের পক্ষে অসম্ভব ছিল ৷ কিন্তু শান্তিপুর হাসপাতালে বিনামূল্যে এই জটিল অপারেশন হওয়ার ফলে তার পরিবার সদস্যার প্রাণ বেঁচেছে ৷

আরও পড়ুন:জরায়ু কেটে যমজ সন্তানের জন্ম দিয়ে নজির গড়ল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল

অন্যদিকে, চিকিৎসক পবিত্র বেপারী জানান, শান্তিপুর হাসপাতালে অজ্ঞান করার জন্য একজন রয়েছেন, সেটা একটা সমস্যা ৷ এছাড়া শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের ব্যবস্থাপনা যথেষ্ট ভালো ৷ এমনকী ওটি কর্মীরাও যথেষ্ট অভিজ্ঞ । সমস্ত স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত সহযোগী । সরকারি হাসপাতালের প্রতি ভরসা রাখার কথা বলেন তিনি । এই সফলতার পেছনে তিনি হাসপাতাল সুপার এবং সমস্ত স্বাস্থ্যকর্মীর মিলিত প্রচেষ্টা বলেই জানান ।

Last Updated : Jan 4, 2023, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details