শান্তিপুর (নদিয়া), 4 জানুয়ারি:আবারও শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল সফলতা পেল জটিল অস্ত্রপ্রচারে (Rare Surgery) । অন্তঃসত্ত্বার জরায়ুতে না বেড়ে উঠে, পাশের ডিম্বনালীতে ভ্রুণ বেড়ে ওঠায় ঘটে বিপত্তি । করতে হয় অস্ত্রপ্রচার ৷ গাইনোকলজিস্ট চিকিৎসক পবিত্র বেপারী নিজেই রানাঘাট ব্লাড ব্যাংক থেকে রক্তের ব্যবস্থা করে এক ঘণ্টায় অস্ত্রপ্রচার করে বাঁচালেন গর্ভবতীর প্রাণ ।
জানা গিয়েছে, শান্তিপুর শহরের 14 নম্বর ওয়ার্ডের রাজাপুরের বাসিন্দা পেশায় তাঁত শ্রমিক আমির দফাদার ও তাঁর স্ত্রী দীপিকা বিবির তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে । সন্তানের বয়স 3 বছর । গত দু'মাস আগে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন দ্বিতীয় সন্তান নেওয়ার । এক মাস পেরোতেই পেটের যন্ত্রণা শুরু হয় । যা অত্যন্ত ভয়ংকর হয়ে ওঠে দ্বিতীয় মাসে । প্রচণ্ড যন্ত্রণা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে আসেন তাঁরা ৷ বেশ কয়েকরকম পরীক্ষা-নিরীক্ষা করা হয় ৷ এরপরই জানা যায় তাঁর জরায়ুর মাঝে সন্তান বৃদ্ধি না হয়ে, ডিম্বাশয়ের মধ্যে বৃদ্ধি হতে শুরু করেছে ৷ এর ফলেই এই প্রবল যন্ত্রণা ।
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Santipur State General Hospital) ব্লাড ব্যাংক নেই ৷ অস্ত্রপ্রচারটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ । রক্তের প্রয়োজন হতে পারে ৷ তখনই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের গাইনোকোলজিস্ট চিকিৎসক পবিত্র বেপারী অস্ত্রপ্রচারের দায়িত্ব নেন ৷ রানাঘাট ব্লাড ব্যাংক থেকে রক্তের ব্যবস্থা করেন তিনি ৷ এর আগেও দুবার এ ধরনের অস্ত্রপ্রচার করে সফল হয়েছেন এই চিকিৎসক ৷ এবারেও অস্ত্রপ্রচার করে সম্পূর্ণ বিপদ মুক্ত করা গিয়েছে রোগীকে ।