কৃষ্ণনগর(নদিয়া), 4 সেপ্টেম্বর: 13 বছরের নাবালিকা মেয়েটির জন্ম থেকেই বাঁদিকের কিডনি এবং প্রস্রাবের নালি কাজ করত না ৷ অথচ তার দুটো জরায়ু নালি। একটি নালি যোনিপথের সঙ্গে যুক্ত আছে, অপরটি যুক্ত নেই ।
মেয়েটির তিন মাস আগে প্রথম ঋতুস্রাব হয় । তার ফলে যে জরায়ু নালিটা বন্ধ আছে তাতে রক্ত জমা শুরু করে । রক্ত জমতে জমতে একটা বড় বেলুনের আকার নেয় । সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষা করার পর শনিবার সিদ্ধান্ত নেন ডাক্তার ভবতোষ ভৌমিক অপারেশন করবেন ।
জটিল অপারেশনের পর বর্তমানে সুস্থ রয়েছে রুলি আজম । তার বাড়ি দেবগ্রামে । এই ধরনের অপারেশন করে ডাক্তারবাবুরা নিজেরাও খুশি ৷ এই অস্ত্রোপচার এর আগে কৃষ্ণনগর সদর হাসপাতালে (Krishnanagar Sadar Hospital) কোনদিন হয়নি । অপারেশনটি করলেন চিকিৎসক ভবতোষ ভৌমিক (Doctors perform rare surgery) ।
আরও পড়ুন:টেবিল ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
তিনি বলেন, "জেলা হাসপাতালের পরিকাঠামোর মধ্যে এই অস্ত্রপচার করা যথেষ্ট ঝুঁকিপুর্ন ছিল । কারণ এই রকম জটিল রোগ সচরাচর দেখা যায় না । তবে এই অস্ত্রোপচারে ওই নাবালিকার কোনও ক্ষতি হয়নি । সে সুস্থ আছে ৷"
বিরল অস্ত্রোপচারে সাফল্য কৃষ্ণনগর সদর হাসপাতালের