কল্যাণী, 6 জানুয়ারি : করোনার থাবা এবার নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে । চিকিৎসক এবং নার্স-সহ মোট করোনা আক্রান্ত হয়েছে 30 জন । স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা গোটা হাসপাতাল (30 health workers corona infected in Kalyani Hospital) ।
করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ ইতিমধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে । প্রথম এবং দ্বিতীয় ঢেউকে পিছনে ফেলে দ্রুত গতিতে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে করোনা বিধিনিষেধ কঠোর করা হয়েছে । সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোতে অনুরোধ করা হচ্ছে । আর রাস্তায় বেরোলে নির্দিষ্ট দূরত্ব মেনে চলা এবং মুখে মাক্স থাকা বাধ্যতামূলক করেছে প্রশাসন ৷ চলছে ধরপাকড় ৷
আরও পড়ুন : Corona Update in Bengal : করোনার লাফ, বঙ্গে সংক্রমণ ছাড়াল 14 হাজার
এই পরিস্থিতিতে কল্যাণী জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজের চিকিৎসক, নার্স এবং ডাক্তারি পড়ুয়াদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের করোনা পরীক্ষা হয় । গতকাল এই রিপোর্ট অনুযায়ী ওই হাসপাতালের মোট 6 জন চিকিৎসক, 19 জন পড়ুয়া এবং 5 জন নার্স করোনা পজিটিভ ধরা পড়েছে ।
নদিয়ার কল্যাণী মেডিক্যাল কলেজে করোনা আক্রান্ত 30 জন স্বাস্থ্য কর্মী এ প্রসঙ্গে হাসপাতালের সুপার অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "19 জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন ৷ আরো অনেকের রিপোর্ট আসা বাকি আছে ৷" তিনি জানান প্রতিদিন করোনা পরীক্ষা হচ্ছে ৷ এই সঙ্কটজনক অবস্থায় কোনও ভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, তবে কিছুটা হলেও তা বিঘ্নিত হচ্ছে, স্বীকার করে নিলেন সুপার ৷ করোনা সংক্রামিতরা সবাই বাড়িতে কোয়ারান্টিনে রয়েছেন ৷ কয়েকজন পড়ুয়াদের স্থানীয় একটি বাংলোয় রাখা হয়েছে, অনেক পড়ুয়া বাড়ি চলে গিয়েছেন ৷ এছাড়া হাসপাতালের মধ্যেই আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷