কৃষ্ণনগর, 16 ডিসেম্বর :কৃষ্ণনগরের মৃৎশিল্পীকে বিরল সম্মান ৷ জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুবীর পালকে ডক্টরেট উপাধিতে (Doctorate Title for Krishnanagar Potter) ভূষিত করল দিল্লি বিশ্ববিদ্যালয় (State Government University, Delhi) ৷ তাঁর দাবি, এর আগে কৃষ্ণনগরের কোনও মৃৎশিল্পী এই সম্মান পাননি ৷ সুবীরের আশা, তাঁর এই সাফল্য বাকিদেরও মাটির কাজ করতে উৎসাহিত করবে ৷
আরও পড়ুন :Priyanka Sarkar wins award for Nirbhaya: প্রিয়াঙ্কাকে জাতীয় স্তরে সেরার পুরস্কার এনে দিল নির্ভয়া
সুবীর পাল নদিয়ার কৃষ্ণনগরেরই বাসিন্দা ৷ বংশ পরম্পরায় মাটির কাজ করেন তাঁরা ৷ রকমারি পুতুল, ভাস্কর্য-সহ নানা ধরনের জিনিস তৈরি করেন সুবীর ৷ তাঁর শিল্প ইতিমধ্যেই নজর কেড়েছে গোটা বিশ্বের ৷ দেশে, বিদেশে বহু সম্মান পেয়েছেন তিনি ৷ ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কারও ৷ পাশাপাশি, জাতীয় স্তরের রেকর্ড বুকেও নাম তুলেছেন সুবীর ৷
আরও পড়ুন :Shankha Shilpi : বাঁকুড়ায় শঙ্খশিল্পী পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার, খুশির হাওয়া হাটগ্রামে
সুবীরের বক্তব্য, সাহিত্য-সহ নানা বিষয়ে পারদর্শিতা ও অবদানের জন্য বহু মানুষকেই ডক্টরেট উপাধিতে ভূষিত করা হয় ৷ তাহলে কৃষ্ণনগরের মৃৎশিল্পীরাই বা বাকি থাকেন কেন ? এই ধারণা থেকেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি ৷ নিজেদের কাজ সংক্রান্ত নানা নথি ও প্রমাণ পেশ করেন সেখানে ৷ তার জেরেই সুবীরকে ডক্টরেট উপাধিতে ভূষিত করা হয় ৷ এই সম্মান পেয়ে আপ্লুত গুণী শিল্পী ৷
কৃষ্ণনগরের মৃৎশিল্পীকে ডক্টরেট উপাধি দিল্লি বিশ্ববিদ্যালয়ের