কৃষ্ণগঞ্জ(নদিয়া), ১৯ মার্চ : "সেন্ট্রাল ফোর্সকে ভয় করবেন না। ওদের দেখলে স্যালুট করবেন। তাঁরা তাঁদের মতো কাজ করবেন, আপনারা আপনাদের মতো কাজ করবেন।" কৃষ্ণগঞ্জে নির্বাচনী জনসভায় এসে আজ কর্মীদের একথা বললেন নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল।
সেন্ট্রাল ফোর্সকে ভয় করবেন না : অনুব্রত - central force
কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাবেন না। ওরা ওদের মতো কাজ করবে, আপনারা আপনাদের মতো কাজ করবেন। আজ কর্মীদের একথা বললেন নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল।
অনুব্রত মণ্ডল
কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অনুব্রত মণ্ডল বলেন, "সেন্ট্রাল ফোর্স যেন মোদির চামচাগিরি না করে। মোদির দালালি না করে। মানুষের চামচাগিরি করুন, দালালি করুন।"
বিরোধীদের আক্রমণ করে বলেন, "খুন করে বাংলাদেশে পালিয়ে যাবেন না। আমাদের ভয় দেখাবেন না। আমরা মৃত্যুকে ভয় পাই না। প্রত্যেক বুথে নকুলদানা রাখবেন। নকুলদানার ভয়ঙ্কর গুণ।"